Dhubo Banerjee Exclusive: ছবি বানানোর সময় ছোটদের কথা মাথায় রাখি, রাখব: ধ্রুব
আপাতত তিনি ব্যস্ত 'কর্ণসুবর্ণের গুপ্তধন' খুঁজতে। সেই কাজ শেষ করে 'রঘু ডাকাত'-এর সন্ধানে বেরোবেন তিনি। ইতিহাস এবং কল্পনার রঙে রূপোলি পর্দায় ছবি আঁকতে ভালোবাসেন এই পরিচালক।
![Dhubo Banerjee Exclusive: ছবি বানানোর সময় ছোটদের কথা মাথায় রাখি, রাখব: ধ্রুব Dhubo Banerjee Exclusive: Director Dhubo Banerjee shares his views about the present situation of Tollywood Dhubo Banerjee Exclusive: ছবি বানানোর সময় ছোটদের কথা মাথায় রাখি, রাখব: ধ্রুব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/2b9af05e215e80a7de7896ccb548fe7a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আপাতত তিনি ব্যস্ত 'কর্ণসুবর্ণের গুপ্তধন' খুঁজতে। সেই কাজ শেষ করে 'রঘু ডাকাত'-এর সন্ধানে বেরোবেন তিনি। ইতিহাস এবং কল্পনার রঙে রূপোলি পর্দায় ছবি আঁকতে ভালোবাসেন এই পরিচালক। আর তাঁর সব ছবিই যেন আট থেকে আশি সবার মন ছোঁয়, মাথায় রাখেন সেটাও। সোনাদার সঙ্গে সফর করার সঙ্গে সঙ্গে, 'গোলন্দাজ'-এর মত জনপ্রিয় ছবিও তৈরি হয়েছিল তাঁর হাত ধরেই। ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhubo Banerjee)।
সদ্য ঘোষণা হয়েছে তাঁর নতুন ছবি মুক্তির দিন। এসভিএফের তরফ থেকে মোট আটটি ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গোয়েন্দা গল্প দুটি। একটি ফেলুদার 'হত্যাপুরী', অন্যটি সোনাদার 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। চিরাচরিত গোয়েন্দা চরিত্রদের থেকে সরে এসে বাংলাকে নতুন চরিত্র উপহার দিয়েছেন ধ্রুব। পরিচালক বলছেন, 'আমাদের প্রজন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু। কিন্তু এই প্রজন্মের বড় হওয়া জড়িয়ে থাকবে এমন চরিত্র কই? এখন সমস্ত সম্পর্কের সমীকরণ বদলেছে, পরিস্থিতি বদলেছে। নতুন প্রজন্ম নিজেদের সঙ্গে মেলাতে পারবে সেই ভাবনা থেকেই সোনাদার জন্ম। আর সোনাদা কখনও দেশে বিদেশে যায় না। বাংলার মধ্যেই ঘোরাফেরা করে তার সমস্ত গল্প। আমি সোনাদার প্রতিটা গল্পেই বাংলার সংস্কৃতি, ইতিহাসকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। বিষয়টা অনেকটা খেলার ছলে পড়ানোর মত। যাতে ছোটদের বাংলার ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ে। ঠিক যেমনটা হত আমাদের ছোটবেলার কমিকসে। অনেক অভিভাবকেরা আমায় বলেছেন, ছোটরা নাকি আমার ছবি দেখে ইতিহাসবিদ হতে চেয়েছে। একজন পরিচালক হিসেবে এটা আমার কাছে বড় প্রাপ্তি।'
'গুপ্তধন সিরিজ', 'গোলন্দাজ', 'রঘু ডাকাত', ধ্রুব কী কেবলমাত্র ছোটদের ছবির পরিচালক? ধ্রুবর স্পষ্ট উত্তর, 'ফেলুদা, কাকাবাবুর বাইরে ছোটরা বোধহয় শেষ ছবি দেখেছিল 'শত্রু'। নব্বইয়ের দশক থেকেই বাচ্চারা বাংলা ছবির থেকে মুখ ফিরিয়েছে। একজন শিশুর জন্য যখন পরের পর হলিউড ছবি বানিয়েছে, ডিজনি এসেছে, তখন স্বভাববতই বাচ্চারা বড়দের ছবির থেকে মুখ ফিরিয়েছে। বাংলা ছবির নতুন দর্শক প্রয়োজন। শিশু আর যুব সম্প্রদায়কে বাংলা ছবির দিকে আরও বেশি আকৃষ্ট করতে হবে। অনেক সমস্যা রয়েছে কিন্তু তারপরেও আমি ছবি বানানোর সময় বাচ্চাদের কথা মাথায় রাখি এবং আগামীদিনেও তাই করব। অন্তত কিছু বছর আমাদের ছোটদের জন্য ছবি বানাতে হবে, ছবির মধ্যে দিয়ে তাঁদের শেখাতে হবে। নাহলে পরের প্রজন্মরা যে বাংলা ছবিকে, বাংলার সংস্কৃতিকে ভালোবাসতে শিখবে না..'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)