Dibyojyoti Dutta Exclusive: 'বোতলের জল দিয়েই বৃষ্টি তৈরি করল দিতিপ্রিয়া', শ্যুটিংয়ের অজানা গল্পে দিব্যজ্যোতি
Dekhechi Rupsagore Exclusive: গোটা শ্যুটিংয়ের চরিত্র নাট্যে নাকি কোথাও বৃষ্টি ছিল না। অথচ গান জুড়ে রয়েছে বৃষ্টি আর বৃষ্টি। তাহলে?
কলকাতা: গান জুড়ে নস্ট্যালজিয়া, প্রথম প্রেমের আবেশ। বলিউড নয়, একেবারে বাংলা গানের সুরে দর্শকদের মন কেড়েছে এসভিএফ (SVF)-এর নতুন মিউজিক ভিডিও। আর গানের সুরে দর্শকদের কাঁদালেন, ভাসালেন এক নতুন জুটি। দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও দিব্যজ্যোতি দত্ত (Dibyijyoti Dutta)। ক্যামেরার সামনের গল্প দর্শক ইতিমধ্যেই দেখে নিয়েছেন, ভালো ও বেসেছেন। আর এবিপি লাইভের সঙ্গে গল্প করতে গিয়ে ক্যামেরার পিছনের গল্প বললেন গল্পের নায়ক দিব্যজ্যোতি।
মাত্র ২ দিনে শ্যুটিং হয়েছে গোটা গানের। দিব্যজ্যোতি বলছেন, 'রোজ ভোর ৫টায় আমাদের কলটাইম থাকত। রাত থাকতে বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। তারপর তৈরি হওয়া.. শ্যুটিং। খুব ভালো করে কেটে গেল শ্যুটিংয়ের সময়টা। তবে কাজের খুব চাপ ছিল। আমার সঙ্গে দিতিপ্রিয়ার আলাপ ছিল আগেই। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। এই কাজটা খুব ভালোভাবেই করা গেল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবদার রাখছেন আমাদের আবার একসঙ্গে দেখার। ভেবে ভালো লাগছে, মানুষের আমাদের কাজটা পছন্দ হয়েছে।'
আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসে ফিরে দেখা শ্রী অরবিন্দের আত্মাধিক সফরের অজানা কথা
গোটা শ্যুটিংয়ের চরিত্র নাট্যে নাকি কোথাও বৃষ্টি ছিল না। অথচ গান জুড়ে রয়েছে বৃষ্টি আর বৃষ্টি। তাহলে? দিব্যজ্যোতি বলছেন, 'আমাদের গানে বৃষ্টিটা পুরোটাই প্রকৃতির খেলা। এই নিয়ে একটা মজার ঘটনাও আছে। একটা দৃশ্য ছিল যেখানে আমি গিয়ে দিতিপ্রিয়ার বাড়ির দরজায় উঁকি মারছে। আর দিতিপ্রিয়া পিছন থেকে এসে আমায় ডাকছে। সেই দৃশ্যের শ্যুটিং করার সময় ঝমঝম করে বৃষ্টি। লঙ শটটা মিটল। কিন্তু ক্লোজ শট নেওয়ার সময় বৃষ্টি থেমে গেল। গোটা ইউনিটের মাথায় হাত। ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। রেন ট্যাঙ্কও মজুত নেই। শেষমেষ বুদ্ধি দিল নায়িকা। দিতিপ্রিয়া বলল, 'চারটে বোতল নিয়ে এস।' আনা হল। তার মাথায় ছুঁচলো ফুটো করল দিতিপ্রিয়া। তারপর বলল, ক্যামেরা রোল শুরু হলেও ওই বোতল উল্টে দিতে। ক্যামেরা চালু হল। বোতল থেকে অবিকল বৃষ্টির মতোই জল পড়তে লাগল। ক্লোজ শটে কারও বোঝার উপায়ই রইল না, ওই বৃষ্টি বোতলের জল।'
গোটা শ্যুটিং হয়েছে নলবনে। দিব্যজ্যোতি বলছেন, 'গোটা ছবির শ্যুটিং হয়েছে নলবনে। কিছু দৃশ্য এমনিই হয়েছে আর কিছু সেট তৈরি করেছিল আমাদের আর্ট ডিরেক্টররা।'
গান হিট। দর্শকদের থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন দিব্যজ্যোতি? অভিনেতা বলছেন, 'সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভালো বলেছেন। তবে অনেক মানুষ লিখেছেন যে, এই গান দেখে তাঁরা নিজেদের প্রথম প্রেমের গল্পকে খুঁজে পেয়েছেন, কেঁদেছেন। আমরা সব কাজই করি মানুষের ভালো লাগবে ভেবে। সেখানে যদি একটা মিউজিক ভিডিও মানুষের মনকে ছুঁতে পারে, কাঁদাতে পারে সেটা অনেক বড় পাওয়া। আর প্রথম মিউজিক ভিডিও এসভিএফের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে.. এটা সবসময়েই খুব বিশেষ হয়ে থাকবে আমার কাছে।'