Sidharth Malhotra: কিয়ারার সঙ্গে বিয়ে প্রসঙ্গে বড় খবর দিলেন সিদ্ধার্থ?
Bollywood Celebrity Updates: এখনও পর্যন্ত সিদ্ধার্থ মলহোত্র কিংবা কিয়ারা আডবাণীর মধ্যে কেউই অফিশিয়ালি বিয়ের কথা ঘোষণা করেননি। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে 'শেরশাহ' তারকা ইঙ্গিত দিলেন নিজের বিয়ে নিয়ে।
মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) সম্পর্ক এখন ওপেন সিক্রেট। দুই তারকা যে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, সে খবরও শোনা যাচ্ছে কানাঘুষো। কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধার্থ মলহোত্র কিংবা কিয়ারা আডবাণীর মধ্যে কেউই অফিশিয়ালি বিয়ের কথা ঘোষণা করেননি। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে 'শেরশাহ' তারকা ইঙ্গিত দিলেন নিজের বিয়ে নিয়ে।
">
বিয়ে প্রসঙ্গে সিদ্ধার্থ মলহোত্র-
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রসঙ্গে কথা বলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। তাঁকে প্রশ্ন করা হয় যে, তাঁর সম্পর্কে রটা কোন গুঞ্জন তিনি পরিস্কার করে দিতে চান। প্রশ্নের উত্তরে অভিনেতা সটান বলে দেন যে, 'এই যে আমি চলতি বছর বিয়ে করছি...'। অভিনেতার উত্তরে ধন্দে পড়ে গিয়েছেন নেটিজেনরা। তাঁরা আন্দাজ করছেন যে, আগামী বছর তিনি বিয়ে করছেন প্রেমিকা কিয়ারা আডবাণীকে, সে কথাই নিশ্চিত করে দিলেন এই কথার মাধ্যমে।
">
আরও পড়ুন - Moving In With Malaika: বেফাঁস মন্তব্য! মালাইকার উপর চটলেন বোন অমৃতা?
প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় যে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। তাঁদের বিয়ের তারিখ ঠিক হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। বি টাউনের একাধিক তারকা উপস্থিত থাকতে পারেন তাঁদের বিয়েতে। কর্ণ জোহর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বরুণ ধবন, জ্যাকি ভগনানি, রকুলপ্রীত সিংহদের নাম উঠে আসছে তাঁদের অতিথি তালিকায়।
">