Do You Know: কর্মজীবনের শুরুতে ১০ হাজার পারিশ্রমিক দিলেই যে কোনও কাজ করতেন বিজয়, কেন জানেন কি?
Vijay Deverakonda: তিনি ইন্ডাস্ট্রির কোনও তারকা পরিবারের সন্তান নন। এখনের ভাষায় তেলুগু ইন্ডাস্ট্রিতে বিজয় দেবেরাকোন্ডা ছিলেন 'বহিরাগত'। সেখান থেকে আজকের তারকা হয়ে ওঠা। সফর নেহাত সহজ ছিল না।
নয়াদিল্লি: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির (Telugu Film Industry) অত্যন্ত জনপ্রিয় নাম বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। এখন তিনি দেশজুড়েই বিখ্যাত। সম্প্রতি তিনি পা রেখেছেন বলিউডেও (Bollywood)। একাধিক ছকভাঙা চরিত্রে নজর কেড়েছেন তিনি। যদিও অভিনেতার জন্য সাফল্যের এই যাত্রাটা খুব সহজ ছিল না। শুরুর দিকে কীভাবে আয় করতেন তিনি? জানেন কি?
কেমন ছিল বিজয় দেবেরাকোন্ডার শুরুর দিকের কর্মজীবন?
তিনি ইন্ডাস্ট্রির কোনও তারকা পরিবারের সন্তান নন। এখনের ভাষায় তেলুগু ইন্ডাস্ট্রিতে বিজয় দেবেরাকোন্ডা ছিলেন 'বহিরাগত'। সেখান থেকে আজকের তারকা হয়ে ওঠা। সফর নেহাত সহজ ছিল না। কর্মজীবনের শুরুর দিকে তাই যে কোনও কাজ পেলেই তা করতেন বিজয়। কারণ কিছু আয় না করলে পেট চলবে কী করে?
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, অতীতে টাকার জন্য তিনি বিভিন্ন কাজ করেছেন। যার মধ্যে এমন কিছু ছবিও রয়েছে যা তাঁর ব্যক্তিগতভাবে পছন্দ ছিল না। ছোটখাটো অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি যেখানে তাঁকে কিছুক্ষণের জন্য উপস্থিত হতে হত। একটা মিউজিক ভিডিওয় তিনি কাজ করেছিলেন একবার কারণ তাঁর বাড়ি কেনার জন্য টাকার প্রয়োজন ছিল।
'লাইগার' অভিনেতা বলেন, 'আমি শুধুমাত্র টাকার জন্য অনেক কাজ করেছি। আমি ছবিতে অভিনয় করেছি ও ছোট ইভেন্টে উপস্থিত থেকেছি টাকার জন্য। একটা মিউজিক ভিডিওতেও আমি অংশ নিয়েছিলাম কারণ আমার বাড়ি কেনার জন্য অতিরিক্ত টাকার দরকার ছিল। একটা সময় ছিল, যখন যেখানেই ১০ হাজার বা তার থেকে বেশি টাকা পারিশ্রমিক দিত আমি সেই কাজই নিয়ে নিতাম কারণ প্রয়োজন ছিল।'
তবে একইসঙ্গে তিনি এও বলেন ওই সাক্ষাৎকারে যে এখন তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে এবং টাকা আগের মতো তাঁকে আর উত্তেজিত করে না। এখন তিনি সেই সমস্ত কাজই করেন যা তাঁর পছন্দ হয়। অত্যধিক টাকা অফার করলেও তিনি এখন নিজের পছন্দ না হলে সেই কাজ নেন না।
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?
প্রসঙ্গত, তেলুগু ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্লকবাস্টার হিট ছবির পর বলিউডেও পা রেখেছেন তিনি। 'লাইগার' ছবিতে তাঁকে অনন্যা পাণ্ডের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। সেই ছবি যদিও দুর্দান্ত সাফল্য লাভ করেনি। এবার তাঁকে দেখা যাবে ম্রুণাল ঠাকুরের সঙ্গে জুটি বাঁধতে।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial