Dipika Kakar: লিভার ক্যান্সারে ভুগছিলেন, ১৪ ঘণ্টা অস্ত্রোপচারের পর ICU থেকে ছাড়া পেলেন দীপিকা, এখন কেমন আছেন অভিনেত্রী ?
Dipika Kakar Health Update: শুক্রবার নিজের ইউটউব ব্লগে টেলি-অভিনেতা শোয়েব ইব্রাহিম জানান যে টানা তিনদিন আইসিইউতে থাকার পরে তাঁর স্ত্রী দীপিকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Dipika Kakar Health Update: টেলিভিশন অভিনেতা শোয়েব ইব্রাহিমের স্ত্রী দীপিকা কক্কর স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত। কিছুদিন আগেই অস্ত্রোপচারের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ১৪ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। সম্প্রতি শোয়েব ইব্রাহিম তাঁর সমাজমাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে তাঁর স্ত্রী দীপিকার (Dipika Kakar) অস্ত্রোপচার শেষ হয়েছে এবং আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন তিনি। ৩ জুন তাঁর অস্ত্রোপচার হয়। 'সসুরাল সিমার কা' ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন দীপিকা। গতকাল শুক্রবার একটি ইউটিউব ব্লগে শোয়েব ইব্রাহিম দীপিকার স্বাস্থ্যের অবস্থা (Dipika Kakar Health Update) সম্পর্কে বার্তা দেন অনুরাগীদের। এখন কেমন আছেন অভিনেত্রী ?
ক্যান্সারের অস্ত্রোপচারের পরে দীপিকার স্বাস্থ্যের অবস্থা
শুক্রবার নিজের ইউটউব ব্লগে টেলি-অভিনেতা শোয়েব ইব্রাহিম জানান যে টানা তিনদিন আইসিইউতে থাকার পরে তাঁর স্ত্রী দীপিকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শোয়েব বলেন, 'আগামীকাল ইদ-উল-অধা, আর আজ এমন একটা শুভ দিন যে দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এসেছে। আমি সত্যিই এর জন্য খুবই কৃতজ্ঞ যে সে আইসিইউ থেকে বেরিয়ে এসেছে আর সে এখন আমাদের মধ্যেই আছে।' তিনি আরও বলেন যে, দীপিকার স্বাস্থ্যের অবস্থা এখন ধীরে ধীরে উন্নত হচ্ছে। সেদিন বিকেলের দিকেই হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে আইসিইউ থেকে সাধারণ বিভাগে স্থানান্তর করে। সেখানেই ধীরে ধীরে সেরে ওঠেন দীপিকা। এই অস্ত্রোপচার অত্যন্ত জটিল ছিল, ঝুঁকিও ছিল প্রচুর। সব কাটিয়ে ঘরে ফিরেছেন দীপিকা।
সকাল সারে আটটায় শুরু হয়েছিল এই অস্ত্রোপচার, শেষ হয় রাত সাড়ে এগারোটায়। এই টানা ১৪ ঘণ্টা যে কী ভীষণ উদ্বেগের মধ্য দিয়ে কেটেছে শোয়েব ও তাঁর পরিবারের তাও জানান তিনি এই ইউটিউব ব্লগে। তিনি বলেন, 'আমরা সকলেই চিন্তিত ছিলাম, কারণ ডাক্তাররা জানিয়েছিলেন যে এটি একটি দীর্ঘসময়ব্যাপী অস্ত্রোপচার প্রক্রিয়া। ৬টা-৭টা নাগাদ, অপারেশন থিয়েটার থেকে কোনও আপডেট না আসায় আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর এটা এই ধরনের গুরুত্বপূর্ণ জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে হওয়াটাই স্বাভাবিক ছিল। সৌভাগ্যবশত ডাক্তাররা আমাকে আশ্বস্ত করেন যে কোনও আপডেট নেই মানে সব কিছু ঠিকঠাক চলছে।'
এই অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসকেরা একটি গলব্লাডার স্টোন আবিষ্কার করেন এবং সেটি বাদ দেন। ক্যান্সার আক্রান্ত কোশ অপসারণের জন্য দীপিকার লিভারের একটি ছোট অংশ কেটে ফেলা হয়েছে। শোয়েব ইব্রাহিম জানান, 'চিকিৎসকেরা বলেছিলেন যে লিভার হল আমাদের শরীরের একটি স্ব-পুনরুদ্ধারকারী অঙ্গ যা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আবার সারিয়ে নেবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং ভালভাবে যত্ন নিতে হবে।'






















