Ranbir-Alia Marriage: রণবীর তাঁর 'জামাই', রণালিয়ার বিয়ের পর আবেগঘন পোস্ট কর্ণ জোহরের
Ranbir-Alia Marriage: কর্ণ জোহর বারবার আলিয়া ভট্টের সঙ্গে তাঁর বিশেষ পিতৃত্বের বন্ধনের কথা বলেছেন। প্রসঙ্গত, ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির সঙ্গেই কর্ণ আলিয়াকে প্রথম বড়পর্দায় নিয়ে আসেন।
মুম্বই: আনুষ্ঠানিকভাবে রণবীর কপূরকে (Ranbir Kapoor) নিজের জামাই বলে স্বীকার করলেন পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর (director and producer Karan Johar)। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূরের বিয়ের পর ইনস্টাগ্রামে পোস্ট করে আবেগঘন হলেন পরিচালক।
কর্ণ জোহরের আবেগপূর্ণ পোস্ট
১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়লেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। স্বপ্নের বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন। হাজির ছিলেন পাত্র ও পাত্রীর দুজনেরই খুব কাছের মানুষ, পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর।
বিয়ের অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন কর্ণ। ক্যাপশনে লিখলেন, 'এমন সব দিনের জন্যই তো বেঁচে থাকা... যেখানে পরিবার, ভালবাসা এবং পরম আবেগের সবচেয়ে সুন্দর মিশ্রণ রয়েছে... উচ্ছ্বসিত এবং হৃদয় ভালবাসায় পরিপূর্ণ... আমার প্রিয় আলিয়া, জীবনের খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছ তুমি এবং আমার ভালবাসা আশীর্বাদ তোমার সঙ্গে সবসময় আছে... রণবীর!!! তোমাকে খুব ভালবাসি... এখন এবং সবসময়! তুমি এবার আমার জামাই হলে... শুভেচ্ছা এবং খুশি থাকো আজীবন।'
তাঁর এমন ভালবাসায় মোড়া পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।
View this post on Instagram
কর্ণ জোহর বারবার আলিয়া ভট্টের সঙ্গে তাঁর বিশেষ পিতৃত্বের বন্ধনের কথা বলেছেন। প্রসঙ্গত, ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির সঙ্গেই কর্ণ আলিয়াকে প্রথম বড়পর্দায় নিয়ে আসেন এবং সেই থেকে আলিয়া তাঁর পরামর্শ নিয়েই চলেন কেরিয়ারের ক্ষেত্রে। এরপর কর্ণের প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশন'-এর হাত ধরে একাধিক ছবি করেছেন আলিয়া।
আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ঝুলবারান্দা, ওয়াইন আর চাইনিজ... ঠোঁটে ঠোঁটে রেখে নবজীবনের সূচনা রণবীর-আলিয়ার
রণবীর কপূরকে নিয়ে কর্ণ জোহর 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবি করেন। এছাড়া রণবীর-আলিয়ার প্রথম একসঙ্গে ছবি 'ব্রহ্মাস্ত্র'-র প্রযোজকও কর্ণ। পাঁচ বছর আগে এই ছবির শ্যুটিং শুরুর সময় থেকেই প্রেমের সম্পর্কের শুরু হয় রণবীর ও আলিয়ার। পাঁচ বছরের সম্পর্কের পর এবার বিয়ে সারলেন তাঁরা।
নবদম্পতির জন্য রইল শুভেচ্ছা।