Raj-Subhasree: বৃষ্টিভেজা শহরে শুভশ্রীর সৌন্দর্য্যের প্রেমে মজেছেন রাজ
Tollywood News: বৃহস্পতিবার রাজ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুভশ্রীর (subhasree Ganguly) দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সবুজ শাড়ি পরেছেন শুভশ্রী। সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না।

কলকাতা: সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা। বেলা গড়াতেই শুরু হল বৃষ্টি। নিমেষে ফিরল স্বস্তি। বৃষ্টিভেজা দিনে স্ত্রীর সৌন্দর্য্যের প্রেমে যেন নতুন করে মজেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর উদ্দেশে আবেঘন ভালবাসার বার্তা দিলেন পরিচালক।
বৃহস্পতিবার রাজ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুভশ্রীর (subhasree Ganguly) দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সবুজ শাড়ি পরেছেন শুভশ্রী। সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না। খোলা চুলে শুভশ্রীকে মোহময়ী দেখাচ্ছে। ছবির ক্যাপশনে রাজ লিখেছেন, 'আমার সুন্দরী স্ত্রী'। সঙ্গে চুম্বনের ইমোজিও দিয়েছেন রাজ।
আরও পড়ুন: 'বাবা থাকলে সঠিক সমালোচনা করতে পারতেন', নতুন ছবি মুক্তির আগে আফশোস রণবীরের
তবে ভালবাসা যে দু তরফেই। তাই চুপ করে নেই শুভশ্রীও। রাজের পোস্টে তিনিও কমেন্ট করেছেন। লিখেছেন, 'আমি তোমায় ভালবাসি'। মিঞা-বিবির কথোপকথন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক-প্রযোজক ও অভিনেতা রাজ চক্রবর্তী। ছবি তৈরির আগে কেরিয়ার শুরু করেছিলেন 'মীরাক্কেল', 'ডান্স বাংলা ডান্স' ইত্যাদির মতো অনুষ্ঠানের সহ-পরিচালক হিসেবে।
২০০৮ সালে ছবি পরিচালনা শুরু করেন রাজ চক্রবর্তী। প্রথম কাজ 'চিরদিনই তুমি যে আমার'। সুপারহিট সেই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা। ২০০৯ সালে আরও একটি সুপারহিট ছবি পরিচালনা করেন রাজ। দেব ও শুভশ্রী জুটি নিয়ে আসে 'চ্যালেঞ্জ'। সেই থেকেই শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠতা রাজের। যে সম্পর্ক পরে পরিণতি পায়। দুজনে সাত পাকে বাঁধা পড়েন।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
