এক্সপ্লোর
Advertisement
'অস্কার পাওয়া মানেই বলিউডে মৃত্যু-চুম্বন', হিন্দি ছবিতে এ আর রহমানের কাজ না পাওয়া নিয়ে বিস্ফোরক শেখর কপূর
সম্প্রতি মুক্তি পেয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। ছবিটিতে সুর করেছেন রহমান। কিন্তু শুরুতে নাকি পরিচালককে অস্কারজয়ী সুরকারকে এই দায়িত্ব দিতে বারণ করা হয়েছিল।
মুম্বই: একটা 'গ্যাং' তাঁর নামে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে তিনি বলিউডে আর কাজ না পান, সম্প্রতি এই বিস্ফোরক অভিযোগ করেছেন অস্কারজয়ী সুরস্রষ্টা এ আর রহমান।
সম্প্রতি মুক্তি পেয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। ছবিটিতে সুর করেছেন রহমান। কিন্তু শুরুতে নাকি পরিচালককে অস্কারজয়ী সুরকারকে এই দায়িত্ব দিতে বারণ করা হয়েছিল। তবে মুকেশ সেইসব গোষ্ঠার কথায় কান না দিয়ে রহমানের কাছেই প্রস্তাব নিয়ে যান। তাঁর কাছেই পরবর্তীতে এই কথা শোনেন এ আর রহমান।
'দিল বেচারা' মুক্তির পরই এই বিষয়ে মুখ খোলেন অস্কারজয়ী সুরকার। তিনি বলেন, হিন্দি ছবিতে কাজ করতে চান তিনি। কিন্তু এক দল চায় না তিনি কাজ করুন। তারাই ইচ্ছে করে গুজব রটাচ্ছে তাঁর নামে, অভিযোগ রহমানের। ‘রোজা’, ‘বম্বে’, ‘তাল’, ‘লগান’, ‘দিল সে’, থেকে ‘স্লামডগ মিনিওনেয়র’, একের পর এক ছবিতে রহমনের সুরের মূর্ছনা মুগ্ধ করেছে শ্রোতাকে। সেই সুরস্রষ্টার মুখ থেকে এমন অভিযোগে তোলপাড় বলিউড।
এই প্রেক্ষিতে পরিচালক শেখর কপূর ট্যুইটারে মন্তব্য করেন, 'তোমার সমস্যা কি জানো এ আর রহমান? অস্কার বলিউডে মৃত্যুর চুম্বনের মতো। এর অর্থ, তোমার প্রতিভা বলিউডের পক্ষে অনেক বেশি।'
You know what your problem is @arrahman ? You went and got #Oscars . An Oscar is the kiss of death in Bollywood. It proves you have more talent than Bollywood can handle .. pic.twitter.com/V148vJccss
— Shekhar Kapur (@shekharkapur) July 26, 2020
সম্প্রতি খুব কম হিন্দি ছবিতেই সুর করতে দেখা গেছে রহমানকে। বরং দক্ষিণী ছবিতে অনেক বেশি কাজ করছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement