Rahool Mukherjee Tollywood: রাহুলকে টেকনিশিয়ানদের ‘বয়কট' করার প্রতিবাদে, আজ থেকে কর্মবিরতির ডাক পরিচালকদের
Tollywood News: টেকনিশিয়ান-পরিচালক দ্বন্দ্বে আজ থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থার আশঙ্কা। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক বলে না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি।
কলকাতা: রাহুল বিতর্কে ফের নতুন মোড়। পরিচালক রাহুলকে টেকনিশিয়ানদের ‘বয়কট' করার প্রতিবাদে, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের, পাশে দাঁড়াচ্ছেন প্রযোজকরাও।
টেকনিশিয়ান-পরিচালক দ্বন্দ্বে আজ থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থার আশঙ্কা। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক বলে না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি। 'টেকনিশিয়ানদের অসহযোগিতা প্রত্যেক পরিচালকের জন্য অসম্মানজনক। ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক' , ফেডারেশনের সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর বার্তা দিয়ে বিবৃতি পরিচালকদের। ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে পরিচালকদের স্বাক্ষর সংগ্রহের কাজ। অপর্ণা সেন, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীদের স্বাক্ষরিত বিবৃতি পেশ করা হবে আগামীকাল।
এই বিষয়ে অরিন্দম শীল বলছেন, 'অধিকাংশ পরিচালকদের মতামত ও আবেগকে গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি আগামীকাল ২৯ জুলাই থেকে যতদিন পর্যন্ত পরিচালকদের সমস্যার সুষ্ঠ সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শ্যুটিং ফ্লোরে সমস্ত সদস্যদের অনুপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়। যতদিন না এই সমাধান হচ্ছে ততদিন কোনও পরিচালক শ্যুটিং ফ্লোরে ঢুকবে না। প্রসঙ্গত, আমাদের সঙ্গে প্রযোজক অ্যাসোসিয়েশনও জানিয়েছেন তাঁরা পরিচালকদের সঙ্গে রয়েছে। একটা যে হাওয়া তোলা হয়েছে যে ডিরেক্টর নেই তো কি হয়েছে, সহকারী পরিচালক বা ইপি তাঁদের দিয়ে কাজ করানো যেতে পারে। কিন্তু অভিনেতা-অভিনেত্রীরাও পরিচালক ছাড়া আর কারও সঙ্গে কাজ করবেন না। আমরা হাজার কোটির ছবি করি না। আমরা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে ছবি বানায়। এই ভাষাতেই ছবি বানিয়ে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকেরা বিশ্ববিখ্যাত হয়েছেন। এই পরিচালকদের মান সম্মানের ক্ষতি, আঘাত আমরা মেনে নিতে পারছি না।'
ঘটনার শুরু কীভাবে? নিয়ম ভেঙে শ্যুটিং করার অভিযোগ তুলে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ফিল্মের শ্যুটিং বয়কট করেছে কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। আর এ নিয়ে পরিচালক বনাম টেকনিশিয়ানদের জট এখনই কাটার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের OTT প্ল্যাটফর্মের জন্য় একটি কাজের পরিচালনার দায়িত্ব পান পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সিরিজ়ের শুটিং হওয়ার কথা ছিল এপার বাংলায়। গত বছরের নভেম্বর মাসে কলকাতায় চার দিনের শ্যুটিংও হয়। কিন্তু পরবর্তীকালে পারিশ্রমিক নিয়ে জটিলতার জেরে আর শ্যুটিং হয়নি। বাকি শ্যুটিং হয় বাংলাদেশে। আর সমস্যার সূত্রপাত সেখানেই। অভিযোগ ফেডারেশন বা গিল্ডের কাউকে না জানিয়েই বাংলাদেশে শ্যুটিং করতে চলে যান পরিচালক রাহুল মুখোপাধ্যায়। আর এই অভিযোগ তুলে রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেয় পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। কিন্তু পরে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হলেও, বেঁকে বসেন টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। যার সভাপতি তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। এই প্রেক্ষাপটে শনিবার টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওয় শ্যুটিং শুরুর কথা থাকলেও, আসেননি টেকনিশিয়ানরা। ফলে শ্যুটিংই শুরু করা যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।