Ditipriya-Dibyojyoti: শাঁখা পলা দিয়ে দিতিপ্রিয়াকে বিয়ের প্রস্তাব দিব্যজ্যোতির, পরিণতি পাবে প্রেম?
Ditipriya-Dibyojyoti Music Video: এই গানটি নিয়ে দিতিপ্রিয়া বলছেন, 'এই গল্প আদ্যপান্ত প্রেমের, যার মধ্যে সারল্য রয়েছে। দুর্গার মতো একটা চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে
কলকাতা: এই গানের ছোঁয়া পেয়ে নস্ট্যালজিক হওয়ার অপেক্ষা বোধহয় অনেকেই করছিলেন। ছোটবেলা থেকে শুনে আসা গানই ফের নতুন রূপে আর সেইসঙ্গে নতুন জুটি, 'দেখেছি রূপসাগরে'-র তালে বোনা হল দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-র প্রেমের গল্পকে।
আজ এসভিএফ মিউজিক (SVF Music)-এর তরফ থেকে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও 'দেখেছি রূপসাগরে' (Dekhechi Rupsagore)। গোটা গানে ফুটিয়ে দেখা হয়েছে বয়সকালে এসে ফিরে দেখা কিশোর বয়সের এক না হওয়া প্রেমের গল্প। প্রথম দেখা, চোরা চাহনি, বাড়ি থেকে লুকিয়ে আলাপ এবং অবশেষে প্রেম নিবেদন। কিন্তু পর্দায় সফল হয় না এই প্রেম। অন্য অনেক প্রেমের গল্পের মতোই বাড়ির চাপে হারিয়ে যায় শরৎপল্লী গ্রামের এক প্রেমের গল্প। কিন্তু কিশোর বয়সে সেই শাঁখা-পলা দিয়ে প্রেম নিবেদন করা এবং তারপর বাবার ভেঙে দেওয়া সেই শাঁখা-পলাই যত্নে রেখেছিলেন দিতিপ্রিয়ার চরিত্রটি। সেখানে তাঁর চরিত্রের নাম দুর্গা। বয়সকালে গ্রামে ফিরে পুরনো স্মৃতিমাখা পুকুরের জলে ভাসিয়ে দেন সেই ভাঙা শাঁখা-পলা।
গল্পে দেখানো হয়, প্রেমের কথা জানতে পেরে দুর্গাকে গ্রাম থেকে নিয়ে চলে যান বাবা-মা। এরপর অনেক বয়সকালে সেই গ্রামেই ফেরেন দুর্গা। দুর্গা ও দিব্যজ্যোতির চরিত্রের বয়স্ক ভূমিকায় অভিনয় করেছেন অন্য দুই অভিনেতা-অভিনেত্রী।
এই গানটি নিয়ে দিতিপ্রিয়া বলছেন, 'এই গল্প আদ্যপান্ত প্রেমের, যার মধ্যে সারল্য রয়েছে। দুর্গার মতো একটা চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে। এই গানটার শ্যুটিংয়ে শিডিউল ভীষণ চাপের ছিল। শ্যুটিংয়ের সময় অনেক ঝড়বৃষ্টিও হয়েছে। তারপরেও আমরা কাজটি করেছি ভালোবাসা নিয়ে।'
আরও পড়ুন: Ditipriya Roy Exclusive: নস্ট্যালজিয়া মোড়া প্রেমের গল্প নিয়ে প্রথমবার মিউজিক ভিডিওতে দিতিপ্রিয়া
এই গানে অভিনয় নিয়ে দিব্যজ্যোতি বলেছেন, 'প্রথম মিউজিক ভিডিও সবসময়েই খুব বিশেষ। আমার 'দেখেছি রূপসাগরে'- সবসময় মনে থাকবে। আমরা এই ভিডিওটার শ্যুট করতে একটা বেশ গ্রাম্য পরিবেশে গিয়েছিলাম। বৃষ্টিতে ভিজেছিলাম ভীষণ। কাদা মেখে শ্যুটিং, বৃষ্টিতে ভিজে কাজ করেছে গোটা টিম। অধীর আগ্রহে অপেক্ষা করছি দর্শকদের কেমন লাগে সেটা জানার জন্য।'
গানটিতে নতুনত্বের ছোঁয়া দিয়েছেন অরিন্দম। মাহতিম সাকিবের গলায় শোনা যাবে 'দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা'। মাহতিম সাকিব বলছেন, 'ছোট থেকে বড় হয়েছি এই গানটা শুনে। গানটা গাওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করি মানুষের ভালো লাগবে।'