Ditipriya Roy: পথশিশুদের ভাইফোঁটা, আদরের উপহার, দিতিপ্রিয়া যেন বাস্তবেও' রাসমণি'
Ditipriya Roy on Bhai Dooj: আজ দক্ষিণ কলকাতার একটি এলাকায় হাজির হন দিতিপ্রিয়া। লাল কুর্তিতে ঝলমলে নায়িকা সবার মধ্যেই নজর কাড়ছিলেন। সেখানে হাজির হয়েছিল এক ঝাঁক খুদে
কলকাতা: এই বছরের ভাইফোঁটা একটু আলাদা কাটল তাঁর। বাড়ির একমাত্র মেয়ে তিনি, কোনও দাদা বা ভাই নেই। কিন্তু তিনি পর্দার 'রানিমা'। আর তাই, ভাই ফোঁটার দিন, পথশিশুদের ভাইফোঁটা দিয়ে উৎসব পালন করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
আজ দক্ষিণ কলকাতার একটি এলাকায় হাজির হন দিতিপ্রিয়া। লাল কুর্তিতে ঝলমলে নায়িকা সবার মধ্যেই নজর কাড়ছিলেন। সেখানে হাজির হয়েছিল এক ঝাঁক খুদে। সকলের কপালেই ফোঁটা দেন দিতিপ্রিয়া। সামনেই শীতকাল তাই প্রত্যেকের হাতেই কম্বল তুলে দেন দিতিপ্রিয়া। ছিল খাওয়া দাওয়ার আয়োজনও।
আরও পড়ুন: Subhasree-Jeet: শুভশ্রীর থেকে ভাইফোঁটা নিতে কলকাতায় হাজির সঙ্গীতশিল্পী জিৎ
তবে এই প্রথম নয়, নিজের জন্মদিনও পথশিশুদের সঙ্গে কাটিয়েছিলেন দিতিপ্রিয়া, সবার মুখেই তুলে দিয়েছিলেন কেক। বাদ গেল না ভাইফোঁটার উৎসবও। এই দিনটাও পথশিশুদের সঙ্গে কাটালেন তিনি। তরুণী অভিনেত্রী যেন বাস্তবেও রানি রাসমণির মতোই মমতাময়ী।
ছোটদের সঙ্গে সময় কাটিয়ে খুশি দিতিপ্রিয়াও। তাদের অনাবিল আনন্দ, খুশিতে যেন ভরে উঠল দিতিপ্রিয়ার মনও। ব
জন্মদিনেও দিতিপ্রিয়াকে দেখা গিয়েছিল এভাবেই। একটি রেস্তোরাঁয় হাজির হয়েছিলেন তিনি। পথশিশুদের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন দিতিপ্রিয়া। এরপর অবশ্য বিশাখাপত্তনমে পাড়ি দিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে জন্মদিনেন দিনটা কাটিয়েছেন তিনি।