Divita Rai: মিস ইউনিভার্স খেতাবের লড়বেন ভারতীয় কন্যা, কে এই দিভিতা রাই?
Divita Rai News: ২৩ বছরের সুন্দরী দিভিতার বাড়ি কর্ণাটকে। ২০২২ সালে তিনি মিস ডিভা ইউনিভার্সের খেতাব জিতেছিলেন। হরনাজ সিন্ধুর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন দিভিতা
মুম্বই: এই বছর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দিভিতা রাই (Divita Rai)। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি। ৮৫ জন প্রতিযোগীর সঙ্গে লড়বেন ভারতীয় কন্যা। কিন্তু কে এই দিভিতা? কেমন ছিল তাঁর মিস ইউনিভার্সের মঞ্চ পর্যন্ত কেমন ছিল তাঁর সফর?
২৩ বছরের সুন্দরী দিভিতার বাড়ি কর্ণাটকে। ২০২২ সালে তিনি মিস ডিভা ইউনিভার্সের খেতাব জিতেছিলেন। হরনাজ সিন্ধুর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন দিভিতা। ২০২১ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন হরনাজ। এবার তাঁর জুতোতেই পা গলানোর প্রস্তুতি নিচ্ছেন দিভিতা।
দিভিতা মডেলিং করেন, পাশাপাশি তিনি আর্কিটেক্টও। মুম্বইয়ের কলেজ থেকে স্থাপত্য শিল্প নিয়ে স্নাতক হন দিভিতা। শুধু পড়াশোনা নয় , খেলাধূলা করতেও ভালবাসেন দিভিতা। ব্যাডমিন্টন ও বাস্কেটবল ভালবাসেন দিভিতা। এছাড়াও গান শোনা ও আঁকতে ভালবাসেন তিনি। শুধু নিজের কেরিয়ার নয়, সমাজসেবামূলক কাজেও অংশ নেন দিভিতা।
আরও পড়ুন: Natu Natu: ভারতে প্রথমবার গোল্ডেন গ্লোব আনল 'নাটু নাটু', কার্টুনে আঁকা হল অভিনব শুভেচ্ছা
২০২১ সালে ক্যানসারে আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করেছিলেন দিভিতা। যে সমস্ত শিশুরা তাঁদের চিকিৎসার খরচ যোগাতে পারছে না, তাঁদের সাহায্য করেছিলেন দিভিতা। মুখের স্বাস্থ্যরক্ষা ও এই সংক্রান্ত সচেতনতা তৈরি করতে দিভিতা নিজের খরচে ডেন্টাল কিট বিতরণ করেছিলেন। শিক্ষা নিয়েও কাজ করার ইচ্ছা রয়েছে দিভিতার।
ভারতের মুখ উজ্জ্বল করবেন দিভিতা, আশা সকলেরই।