(Source: ECI/ABP News/ABP Majha)
Natu Natu: ভারতে প্রথমবার গোল্ডেন গ্লোব আনল 'নাটু নাটু', কার্টুনে আঁকা হল অভিনব শুভেচ্ছা
Golden Globe: চিরকাল বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপনে নজর কেড়েছে মাখন প্রস্তুতকারক এই সংস্থা। সেরা অরিজিনাল গান হিসেবে 'নাটু নাটু' যে সম্মান এনেছে, তাকে ভিত্তি করেই একটি বিজ্ঞাপন বানিয়েছে আমূল
মুম্বই: ভারতে প্রথম গোল্ডেন গ্লোব এনেছে এই গান। পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) ছবি 'আরআরআর' (RRR)-এর 'নাটু নাটু' গানটি প্রথমবার এই বিশেষ সম্মান এনেছে দেশে। আর সেই সাফল্যকেই অভিনব শুভেচ্ছা জানাল 'আমূল'।
চিরকাল বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপনে নজর কেড়েছে মাখন প্রস্তুতকারক এই সংস্থা। সেরা অরিজিনাল গান হিসেবে 'নাটু নাটু' যে সম্মান এনেছে, তাকে ভিত্তি করেই একটি বিজ্ঞাপন বানিয়েছে আমূল। সেখানে দেখা যাচ্ছে, পাঁউরুটি ও মাখন হাতে নাচ করছেন কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজু। পোশাক থেকে শুরু করে চুলের কায়দা, সবকিছুই অবিকল পর্দায় নায়কদের মতো। আর তাঁদের মধ্যে গোল্ডেন গ্লোব হাতে দাঁড়িয়ে আছেন এম এম কিয়াবানি।
রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর তো দর্শকদের মন জয় করেইছেন, সেই সঙ্গে আলিয়া ভট্ট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। রয়েছেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি।
বিজ্ঞাপনে আমূল লিখেছে, সত্যি মনে রাখার মতো উপহার। সঙ্গে লিখেছেন, মাখনকে হ্যাঁ বলুন, না নয়।
View this post on Instagram