এক্সপ্লোর
৩১ বছরের জন্মদিনে মানালির বাড়িতে ৩১টি গাছের চারা পুঁতলেন কঙ্গনা

মানালি: কোনও বিলাসবহুল হোটেলে নৈশভোজ নয়, বলিউডের ঝাঁ চকচকে তাক লাগানো পার্টি নয়, কোনও সমুদ্র সৈকতে অতিথিদের উড়িয়ে নিয়ে গিয়ে জন্মদিন পালন করলেন না কঙ্গনা রানাউত। সাধারণত, এভাবেই নিজেদের জন্মদিন পালন করেন বলিউড তারকারা। কিন্তু সকলের থেকেই আলাদা কঙ্গনা। তাই তিনি একেবারেই অন্যরকম ভাবে পালন করলেন তাঁর ৩১ বছরের জন্মদিন। মানালির বাড়িতে ৩১টি গাছের চারা পুঁতে পৃথিবীকে আরও সবুজ হওয়ার বার্তা দিলেন কঙ্গনা। আর কঙ্গনার সেই গাঁছ পোঁতার ছবি টুইটারে দিয়েছেন অভিনেত্রীর বোন রঙ্গোলি। দেখুন কঙ্গনার বাড়িতে সেই সবুজের উতসবের কিছুমুহূর্ত
On her b’day our little Queen gifts herself a greener planet 🌍 ...May you live long and live a beautiful life .. 😘♥️🌺 #HappyBirthdayKanganaRanaut pic.twitter.com/kHipLaaiD9
— Rangoli Chandel (@Rangoli_A) March 23, 2018
Kangana is all set to celebrate her birthday at a go-green drive. pic.twitter.com/0JT3Ip6ayS
— Kangana Ranaut Daily (@KanganaDaily) March 22, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















