এক্সপ্লোর
Advertisement
জানেন শ্রদ্ধা কপূরকে বিয়ে করছেন এক ফটোগ্রাফারকে?
ছোটবেলার বন্ধু নাতশা দালালের সঙ্গে বিয়ে করেছেন বরুণ ধাওয়ান। তাঁর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে অভিনেতার বন্ধু, সহকর্মীরাও। সেই পোস্টে কমেন্ট করেছেন রোহন। তাঁর কমেন্টের উত্তর দিয়েছেন অভিনেতা।
মুম্বই: দিন কয়েক আগে বিয়ে হয়েছে তাঁর। নব বিবাহিত বরুণ ধাওয়ান এবার ফাঁস করলেন বান্ধবীর বিয়ের খবর। বান্ধবী তথা অভিনেত্রী শ্রদ্ধা কপূরের বিয়ে কবে হবে তা নিয়ে মুখ খুললেন অভিনেতা। বরুণ ইঙ্গিত দিয়েছেন, ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।
ছোটবেলার বন্ধু নাতশা দালালের সঙ্গে বিয়ে করেছেন বরুণ ধাওয়ান। তাঁর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে অভিনেতার বন্ধু, সহকর্মীরাও। সেই পোস্টে কমেন্ট করেছেন রোহন। তাঁর কমেন্টের উত্তর দিয়েছেন অভিনেতা। সেখানেই বরুণ ইঙ্গিত দিয়েছেন শ্রদ্ধা কপূরকে বিয়ে করবেন রোহন শ্রেষ্ঠা। তিনি লিখেছেন, মনে হয় এরপর বিয়ের সম্ভাবনা রোহন এবং শ্রদ্ধার।
বিগত কয়েক বছর ধরে সম্পর্কে আছেন রোহন এবং শ্রদ্ধা। বরুণ এবং শ্রদ্ধাকে দেখা গিয়েছিল স্ট্রিট ডান্সার থ্রিডি-তে। একইসঙ্গে রোহন শ্রেষ্ঠা একটি ছবি শেয়ার করে বরুণকে শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, অনেক শুভেচ্ছা ভিডি এবং নাতস। ভিডি তুমি সত্যিই খুব ভাগ্যবান। ওই পোস্টে বরুণ লিখেছেন, সত্যিই তাই, আশা করি তুমিও প্রস্তুত।
কিছুদিন আগে একটি চ্যাট শোয়ে করিনা কপূরের সঙ্গে কথোপকথনের সময় নাতাশার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে খোলামেলাভাবে নানা কথা জানান বরুণ। গত রবিবার সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। মহারাষ্ট্রের আলিবাগে একটি বিচ রিসর্টে বরুণ ও নাতাশার বিয়ে হয়েছে। সন্ধে ৬টা থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের আত্মীয় এবং বরুণ ও নাতাশার ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়ের আসরে হাজির ছিলেন। কর্ণ জোহর, মণীশ মালহোত্র, কুণাল কোহলির মতো কয়েকজন বলিউড নক্ষত্রও এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। হিন্দু রীতি মেনেই বিয়ে হয়েছে বরুণ ও নাতাশার। এবার তাঁরা মধুচন্দ্রিমায় তুরস্কে যাবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement