(Source: Poll of Polls)
Doctor Bakshi: দোলে প্রকাশ্যে 'ডাঃ বক্সী' ছবিতে আদিত্য ওরফে বনির ঝলক
ছোট্ট ভিডিওতে প্রকাশ্যে এসেছে বনি সেনগুপ্তের লুক। ছোট্ট ভিডিওর শুরুতেই দেখে মনে হচ্ছে, কিছু যেন খুঁজে বেড়াচ্ছেন বনি। তারপর অ্যাকশন, দৌড় শেষমেশ বন্দুকের গুলি।
কলকাতা: দোলের দিন প্রকাশ্যে নতুন লুক। সপ্তাশ্ব বসুর নতুন ছবি 'ডা: বক্সী'-তে প্রকাশ্যে এল বনি সেনগুপ্তের চরিত্রের ছোট্ট ঝলক। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta) অভিনীত ও এসএমভি মুভিজ প্রযোজিত এই মেডিক্যাল থ্রিলার মুক্তি পাবে এই বছরেই।
এর আগে, বসন্ত পঞ্চমীতে মুক্তি পেয়েছিল 'ডাঃ বক্সী' ছবির টিজার। তবে টিজার জুড়ে কেবল পরমব্রতর গলা আর ছবি। গোটা টিজারে হাসপাতালের ভিতরের ছবি আর চিকিৎসার জিনিসপত্র। প্রথমে পরমব্রতর গলায় শোনা গেল গীতার স্তোস্ত্র, এরপরেই চশমা পরা একেবারে অচেনা লুকে স্ক্রিনে এলেন পরমব্রত। নিজের পরিচয় দিলেন ডাঃ বক্সী বলে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফার্স্ট লুক। সেখানে দেখা যাচ্ছে, ছবিতে শুভশ্রীর নাম মৃণালিনী সেন। একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু মোশান পোস্টারে তাঁর হাতে দেখা গিয়েছিল ছুরি, কপালে ক্ষত। সেখান থেকে চুঁইয়ে পড়ছে রক্ত।
আরও পড়ুন: 'প্রেমিকার কপালে আবির দিতে গিয়ে হাত চলে যেত সিঁথির দিকে'
আজ ছোট্ট ভিডিওতে প্রকাশ্যে এসেছে বনি সেনগুপ্তের লুক। ছবিতে তাঁর নাম আদিত্য। ছোট্ট ভিডিওর শুরুতেই দেখে মনে হচ্ছে, কিছু যেন খুঁজে বেড়াচ্ছেন বনি। তারপর অ্যাকশন, দৌড় শেষমেশ বন্দুকের গুলি। টিজার দেখে অবশ্য বনির চরিত্র আঁচ করা কঠিন। তবে এটুকু সহজেই আঁচ করা যাচ্ছে যে, টানটান রহস্য আর অ্য়াকশনে মোড়া হবে এই গল্প।
এর আগে করোনার প্রকোপে পিছিয়ে গিয়েছিল 'ডাঃ বক্সী' ছবির শ্যুটিং। করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন ছবির প্রধান তিন তারকাই। কিন্তু সেই জের কাটিয়ে শেষ হয়েছে ছবির শ্যুটিং। আপাতত মুক্তির অপেক্ষায় সপ্তাশ্ব বসুর নতুন ছবি 'ডা: বক্সী'।
তৈরি হয়ে রয়েছে সপ্তাশ্বর নতুন ছবি 'জতুগৃহ'-ও। পরিচালক বললেন, 'জতুগৃহ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের জন্য পুর্নবিবেচনা করা হচ্ছে মুক্তির দিন। প্রেক্ষাগৃহে নতুন করে বিধি জারি হয়েছে। তবে এই বছরেই মুক্তি পাবে 'জতুগৃহ' আর 'ডাঃ বক্সী'। 'স্পাইডারম্যান' (স্পাইডারম্যান-নো ওয়ে হোম) আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে, ভালো বিষয় হলে কেবল বলিউড নয়, যে কোনও ছবিই ব্যবসা করতে পারে। শুধু স্পাইডারম্যান কেন, আঞ্চলিক ছবি 'পুষ্পা'-ও ভালো ব্যবসা করেছে। বাংলা ছবির বিষয়বস্তুও ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক টানবেই।'
">