Don 3: 'ডন' নিয়ে সমালোচনা হজম করেছিলেন শাহরুখকেও, রণবীরকে নিয়ে কটাক্ষের জবাব ফারহানের
Shah Rukh Khan: ১২ বছর পরে ডন ফ্রাঞ্চাইজির ছবি নিয়ে ফারহান নিজেও বেশ উত্তেজিত। এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। তার আগেই চূড়ান্ত সমালোচনায় অবশেষে মুখ খুললেন ফারহান।
কলকাতা: 'ডন ৩' (Don 3)-তে রণবীর সিংহের (Ranveer Singh)-এর ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। ১২ বছর পরে, পর্দায় 'ডন' ফ্রাঞ্চাইজির ছবি ফিরছে বলে দর্শক যথেষ্ট প্রত্যাশা করেছিলেন এই ছবি নিয়ে। ছবির মুখ্যচরিত্রে রণবীর সিংহ থাকবেন এটা ঘোষণা হওয়ার পরে সেই উত্তেজনার পারদ এতটুকুও কমেনি। কিন্তু ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ট্রোলিংয়ের বন্যা। এবার একটি সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে মুখ খুললেন পরিচালন ফারহান আখতার (Farhaan Akhtar)।
১২ বছর পরে ডন ফ্রাঞ্চাইজির ছবি নিয়ে ফারহান নিজেও বেশ উত্তেজিত। এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। তবে তার আগেই চূড়ান্ত সমালোচনায় অবশেষে মুখ খুললেন ফারহান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'রণবীর একজন দুর্দান্ত অভিনেতা। আমার মনে হয়, এই ছবির গল্পের জন্য ও সেরা। তবে হ্যাঁ, রণবীর নিজেও এই চরিত্রে রাজি হওয়ার আগে ভয় পেয়েছিল। এই চরিত্রটা ওর কাছে বিশাল বড় দায়িত্ব। তবে এই প্রথম নয়, যখন 'ডন ২'-র অফার নিয়ে আমি শাহরুখের কাছে এসেছিলাম, ওর-ও একই রকম প্রতিক্রিয়া ছিল। সেইসময় শাহরুখ খান (Shah Rukh Khan)-কেও অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর সঙ্গে তুলনা করা হয়েছিল। সবাই বলেছিলেন, শাহরুখ কীভাবে অমিতাভ বচ্চনের জায়গায় অভিনয় করতে পারে! তবে ছবি দেখে মত বদলেছিল সবারই।'
ফারহান আখতারের বাবা জাভেদ আখতার লিখেছিলেন 'ডন' চরিত্রটা। সঙ্গে তাঁর তৎকালীন সঙ্গী সেলিম খান, বলিউড তারকা সলমন খানের বাবা। আসল 'ডন' ছিলেন অমিতাভ বচ্চন, যা মুক্তি পায় ১৯৭৮ সালে। এর বেশ কিছু বছর পর ২০০৬ সালে মুক্তি পায়, ফারহান আখতারের 'ডন', পুরনো ছবিটিকেই নতুন আঙ্গিকে নতুন রূপ দেন তিনি। নাম ভূমিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খান। ২০১১ সালে মুক্তি পায় 'ডন ২'। সেখানেও ছিলেন শাহরুখই। এরপর আসতে চলেছে 'ডন ৩'। প্রথম লুক টিজার মুক্তি পেয়েছে সদ্যই। সেখানে দেখা যায় মুখ্য চরিত্রে এবার রণবীর সিংহ।
এই ছবি নিয়ে ফারহান আরও বলেছেন, 'আমি এমন একজন অভিনেতার খোঁজে ছিলাম, যে নিজের স্টাইলে চরিত্রটাকে ফুটিয়ে তুলবে। রণবীর তেমনই। আশা করছি রণবীর দুর্দান্ত কাজ করবে। তবে দায়িত্ব শুধু ওর না, ছবির চিত্রনাট্য, পরিচালনা এই সবকিছু নিয়ে সঠিকভাবে কাজ করে, আমি যেটা কল্পনা করেছি, সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব আপ্রাণ।'
আরও পড়ুন: Saif Ali Khan: প্রত্যেক চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন, সেফ আলি খানের অন্যতম সেরা ৫ ছবি