এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ের রাস্তায় ইলিয়ানার পিছু ধাওয়া ছয় তরুণের, টুইটারে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী
মুম্বই: অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, এইমুহূর্তে বলিউডে অসাধারণ সময় কাটাচ্ছেন। 'মুবারাকন' হিট। ব্যস্ত রয়েছেন 'বাদশাহ'-র প্রচারে। অল্প কয়েকদিনের মধ্যেই পর্দায় আসছে এই ছবি। তবে গ্ল্যামার দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠতে থাকা ইলিয়ানাকে সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় হেনস্থার শিকার হতে হল তাঁর ভক্তদের হাতে। এই ঘটনায় তিনি এইমুহূর্তে পুলিশে কোনও অভিযোগ না জানালেও, টুইটারে রাগে ফেটে পড়েছেন ক্ষুব্ধ অভিনেত্রী।
টুইটারে রবিবার ইলিয়ানা লেখেন,
It's a pretty shitty world we live in. I'm a public figure. I understand that I don't have the luxury of a private & an anonymous life.(1/2)
— Ileana D'Cruz (@Ileana_Official) August 20, 2017
But that doesn't give any man the right to misbehave with me. Don't confuse "fan antics" with that. I am a WOMAN at the end of the day.(2/2) — Ileana D'Cruz (@Ileana_Official) August 20, 2017প্রসঙ্গত, দিন কয়েক আগে মুম্বইয়ে এক ফ্যাশন শোয়ে যোগ দিতে যাচ্ছিলেন ইলিয়ানা। সেখানে যাওয়ার পথে ট্র্যাফিকে আটকে যায় তাঁর গাড়ি। আচমকাই ছজন তরুণের একটি দল তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির জানলায় ধাক্কা দেয়, এমনকি গাড়ির বনেটের ওপর উঠে বসে পড়ে। এই কাণ্ড করার সময়, ক্রমাগত তারা হেসে চলে বলেও অভিযোগ করেছে অভিনেত্রী। এরপর ট্র্যাফিক সিগনাল সবুজ হয়ে গেলও, বেশ অনেকটা পথ তারা ইলিয়ানার পিছু ধাওয়াও করে। সেই সময় গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে কিছু বলাটা অভিনেত্রীর জন্যে নিরাপদ ছিল না। কারণ, তিনি সেই সময় গাড়িতে একলা ছিলেন, কোনও দেহরক্ষী ছিল না। এর আগে ১৬ বছর বয়সে ইভ-টিজারদের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু এই বয়সে পৌঁছে এবং এই পর্যায়ে এসে, এধরনের ঘটনা তাঁর সঙ্গে ঘটতে পারে তিনি ভাবতেও পারেননি। তবে এইমুহূর্তে অন্যভাবে ছেলেগুলোর বিরুদ্ধে অভিনেত্রী ব্যবস্থা নিতে পারলেও, তিনি আপাতত পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। টুইটারে সকলকে জানিয়ে হয়তো সকলকে সতর্ক হওয়ার বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী। কারণে, এইধরনের অভব্যতাকে কখনওই ভক্তদের পাগলামি বলা চলে না বলেও, টুইটারে মন্তব্য ইলিয়ানার। এর আগে বিদ্যা বালনও একবার ভক্তর অসভ্য আচরণের শিকার হয়েছিলেন। সেলফি তোলার সময়, বিদ্যার এক ভক্ত তাঁর কোমর জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। সেসময় বিদ্যাও চুপ থাকেননি, প্রতিবাদ করেছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement