এক্সপ্লোর
Advertisement
কিট-এর ত্রুটিতে ভুল ফল, তিনি করোনা নেগেটিভ, জানালেন চিরঞ্জীবী
সেটা গত ৯ নভেম্বরের ঘটনা। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী টুইট করে জানান যে, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে জানান, তিনি হোম কোয়রান্টিনে থাকবেন। চিরঞ্জীবী লেখেন, আমি কোভিডে আক্রান্ত হয়েছি।
হায়দরাবাদ: সেটা গত ৯ নভেম্বরের ঘটনা। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী টুইট করে জানান যে, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে জানান, তিনি হোম কোয়রান্টিনে থাকবেন। চিরঞ্জীবী লেখেন, আমি কোভিডে আক্রান্ত হয়েছি। তাই ‘আচার্য-র শ্যুটিং বন্ধ করতে হচ্ছে। কোভিড প্রোটোকল মেনেই এই সিদ্ধান্ত।যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা অবশ্যই কোভিড পরীক্ষা করান।’ এই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় ৷ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এবার অভিনেতা নিজেই জানালেন, তিনি করোনা নেগেটিভ৷ তাঁর করোনা পরীক্ষার জন্য পিসিআর-কিটেই গলদ ছিল৷ তার জেরেই প্রথমে পজিটিভ রিপোর্ট এসেছিল৷
চিরঞ্জীবী টুইটে লেখেন, ‘তিন বার কোভিড পরীক্ষা করেন এক দল চিকিৎসক। তার পরই তাঁরা জানান, আমার কোভিড নেগেটিভ।’ এর পরই অভিনেতা বলেন, ত্রুটিযুক্ত পিসিআর কিটের কারণেই তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ বেরিয়েছে। এই সময়ে তাঁর পাশে থাকার জন্য সমস্ত অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন চিরঞ্জীবী।
৬৫ বছর বয়সী চিরঞ্জীবী বিগ বাজাটের ‘আচার্য্য’ ছবির শ্যুটিং করছিলেন৷ ছবিতে চিরঞ্জীবীর ডাবল রোলে অভিনয় রয়েছে। কাজ চলতে চলতে মাঝপথে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জেনে ছবির পরিচালক-প্রযোজকদের মাথায় হাত পড়ে গিয়েছিল। জানা যাচ্ছে, এবার আবার ফ্লোরে ফিরবেন অভিনেতা। ‘আচার্য্য’- পর আরও কয়েকটি ছবির কাজের লাইন-আপ রয়েছে। সেসবও শুরু হবে। দীপাবলীর সময়ে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এ এক মস্ত স্বস্তির খবর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement