Dunki Collection: ৩ দিন পার, ১০০ কোটির ক্লাবে পৌঁছল 'ডাঙ্কি'?
Dunki Film: শনিবারের আয়েই এক বড় লাফ দিল কিং খানের ছবি। আর কিছু সময়ের মধ্যেই অনায়াসে ১০০ কোটির ক্লাবে পা রাখবে 'ডাঙ্কি'। তবে শাহরুখের অন্য দুটি ছবি 'জওয়ান' আর 'পাঠান'কে টেক্কা দিতে পারবে কি ?
নয়া দিল্লি: বড়দিনের আমেজে শাহরুখ জ্বরে গোটা দেশ। শীত পড়ে গেছে আর বছর শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন। তার আগেই রাজকুমার হিরানির (Rajkumar Hirani) 'ডাঙ্কি' হিল্লোল তুলেছে অনুরাগীদের মধ্যে। বলাই বাহুল্য রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের এটাই প্রথম কাজ। গত বৃহস্পতিবার ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। আর তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। যদিও শাহরুখের (Shah Rukh Khan) 'জওয়ান'-এর তুলনায় 'ডাঙ্কি'র (Dunki) আয় তিনদিনের অনুপাতে বেশ অনেকটাই কম। তবু শুধু শনিবারের আয়েই এক বড় লাফ দিল কিং খানের ছবি। আর কিছু সময়ের মধ্যেই অনায়াসে ১০০ কোটির ক্লাবে পা রাখবে 'ডাঙ্কি'।
তিনদিনে কত আয় হল?
২৩ ডিসেম্বর শনিবার ইতিমধ্যেই শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি' (Dunki Film) প্রায় ২৬ কোটি টাকা আয় করে ফেলেছে। মুক্তির তৃতীয় দিনে এ একটা বড় লাফ বলা চলে। পরিসংখ্যান বলছে দুদিনের আয়ের তুলনায় এদিন 'ডাঙ্কি'র আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। তিনদিনে মোট ৭৫.৩২ কোটি টাকা আয় করেছে এই ছবি। ফলে বোঝাই যাচ্ছে আগামী রবিবারের মধ্যে অনায়াসেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে 'ডাঙ্কি'। আর অন্যদিকে সারা বিশ্ব জুড়ে প্রায় ১৫০ কোটির পরিসংখ্যান এনে দিতে চলেছে এই ছবি।
কী বলছেন বাণিজ্য বিশ্লেষকরা?
তবে ছবির বাণিজ্য বিশ্লেষকরা বলছেন যে 'ডাঙ্কি' কোনওভাবেই ৩৫০ কোটি টাকার বেশি আয় করতে পারবে না এক মাসে, কারণ এখনও পর্যন্ত এর দৈনিক উপার্জনের সীমা ৩০ কোটির নীচে। যেখানে এই বছরই শাহরুখ খান অভিনীত দুটি ছবি 'জওয়ান' এবং 'পাঠান' বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা আয় করেছে, সেখানে তুলনায় 'ডাঙ্কি' কতটা পাল্লা দিয়ে লড়াই করবে তা নিয়ে সন্দিহান অনেকেই।
তবে রাজকুমার হিরানির শেষ ছবি 'সঞ্জু'কে তিনদিনের উপার্জনের হিসেবে ছাড়িয়ে যেতে চলেছে 'ডাঙ্কি'। 'সঞ্জু' (Sanju) যেখানে প্রথম ৩ দিনে ১২০ কোটি টাকা আয় করেছিল, সেখানে 'ডাঙ্কি'র উপার্জন প্রায় কাছাকাছি। বোমন ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশলের সঙ্গে শাহরুখের জাদু কতদিন দর্শককে মোহিত রাখবে সেটাই দেখার।
ডাঙ্কি বনাম সালার
মুক্তির তারিখ ঘোষণার সময় থেকেই চর্চায় ছিল 'ডাঙ্কি' ও 'সালার' (Salaar)। মাত্র একদিনের তফাতে দুই প্রতীক্ষিত ছবি বক্স অফিসে কেমন লড়াই করতে পারে সেটাই ছিল দেখার। যত দিন এগোতে শুরু করল, শুরু হল একাধিক বিতর্ক। একদিকে যখন শোনা যাচ্ছিল যে অগ্রিম বুকিংয়ে এগিয়ে আছে 'সালার', তখন এও শোনা যাচ্ছিল একাধিক জাতীয় মাল্টিপ্লেক্স চেন 'ডাঙ্কি'র শো সংখ্যা বেশি রাখছে এবং তার ফলস্বরূপ নাকি ক্ষুব্ধ 'সালার' নির্মাতারা। প্রথম দিনের বক্স অফিস আয়ের নিরিখে যদিও পরিষ্কারভাবে শাহরুখকে পিছনে ফেলেছেন প্রভাস।