বিপাশা ও করণকে আগামী আদত সিনেমায় একসঙ্গে দেখা যাবে। এই সিনেমার মাধ্যমেই চার বছর পর বড়পর্দায় ফিরছেন বিপাশা। অ্যালোন সিনেমায় তাঁকে শেষবার করণ সিংহ গ্রোভারের বিপরীতে দেখা গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
2/9
করণের পরণে ছিল সাদা ধুতি-কুর্তা। (ছবি-মানব মঙ্গলানি)
3/9
চিরাচরিত লুকে দেখা গেল বিপাশাকে। লাল পাড়-সাদা শাড়িতে বিপাশার মুখে ছিল সিঁদুর মাখা। (ছবি-মানব মঙ্গলানি)
4/9
মুম্বইয়ের একটি মণ্ডপে বিপাশা ও তাঁর স্বামী করণ সিংহ গ্রোভার। (ছবি-মানব মঙ্গলানি)
5/9
মা ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যার পরনে ছিল সাদা পোশাক। (ছবি-মানব মঙ্গলানি)
6/9
মণ্ডপে মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বর্য। (ছবি-মানব মঙ্গলানি)
7/9
মণ্ডপে একসঙ্গে ঐশ্বর্য, আরাধ্যা ও বৃন্দা রাই। (ছবি-মানব মঙ্গলানি)
8/9
মুম্বইয়ের একটি মণ্ডপে মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গে এলেন ঐশ্বর্য। (ছবি-মানব মঙ্গলানি)
9/9
শারদ উত্সবে মাতোয়ারা সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। বলিউডের তারকাও বিভিন্ন দুর্গা পুজো মণ্ডপে দিয়ে দেবীর আশীর্বাদ প্রার্থনা করছেন। আজ বিজয়া দশমী৷ আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে এবার মায়ের কৈলাসে পাড়ি দেওয়ার পালা৷ আজকের এই দিনে মুম্বইয়ের একটি মণ্ডপে সপরিবারে দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। সেইসঙ্গে বিপাশা বসুকেও দেখা গেল করণ সিংহর সঙ্গে।