এক্সপ্লোর
ছবিতে দেখুন, ব্র্যাভোর সঙ্গে এই ভারতীয় অভিনেত্রীর 'সম্পর্ক' কী?
1/11

নাতাশা ছবির সঙ্গে লিখেছেন, আমার বন্ধু ব্র্যাভো। তোমায় অনেক শুভেচ্ছা জানাই। চমক দেখাও! দুজনের নাকি গভীর দোস্তিও গড়ে উঠেছে।
2/11

নিশ্চয়ই জানেন, ব্র্যাভোর আন্তর্জাতিক কেরিয়ার শুরু ২০০৪ সালে। নাতাশার ফিল্মি কেরিয়ার শুরু হয় ২০১৬ সালে। একটি মালয়ালম ছবিতে।
3/11

কিছুদিন আগে দুজনকে একসঙ্গে একটি কফি শপেও দেখা গিয়েছিল।
4/11

এর আগে নাতাশা মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। ছবির সঙ্গে লেখেন, কাল সন্ধ্যার আইপিএল ম্যাচে দারুণ খেলেছ তুমি। তুমি নিঃসন্দেহে ম্যান অব দি ম্যাচের দাবিদার।
5/11

২০১২, ২০১৬-য় টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুবারেই সেই সাফল্যে বড় ভূমিকা ছিল ব্র্যাভোর। সব ছবি নেওয়া হয়েছে ( @natashasuri, @djbravo47) থেকে।
6/11

নাতাশাকে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল। তিনি ব্র্যাভোকে চিয়ার আপ করছিলেন সেখানে বসে।
7/11

8/11

আর ব্র্যাভোর পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই।
9/11

নাতাশা সুপারমডেল তো বটেই, টিভি-র নামী হোস্ট-ও।
10/11

একজন আইপিএলের সুবাদে ভারতে পরিচিত নাম। আরেকজন মডেল দুনিয়ার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক, বর্তমানে চেন্নাই সুপার কিংস (সিএসকে) টিমের স্টার ক্রিকেটার। ডোয়েন ব্র্যাভোর সঙ্গে প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নাতাশা সুরির একটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নাতাশা। একটি ম্যাচের আগে ব্র্যাভোর সঙ্গে দেখা হয় নাতাশার। ছবিটি সে সময়ের তোলা।
11/11

তবে ক্রিকেট আর রূপোলি দুনিয়ার তারকাদের ঘনিষ্ঠতা নতুন কিছু নয়।
Published at : 20 Apr 2018 06:38 PM (IST)
View More























