Betting App Case: বেআইনি জেনেও চুক্তিবদ্ধ হয়েছিলেন বেটিং অ্যাপের সঙ্গে? যুবরাজ, সোনু, উর্বশীর কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
Yuvraj Singh-Sonu Sood-Urvashi Rautela: জানা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় ৮ কোটি কাটার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে

কলকাতা: বেটিং অ্যাপ মামলায় বড়সড় পদক্ষেপ নিল ইডি। এর আগে, টলিউড থেকে শুরু করে বলিউড এমনকি ২২ গজের একাধিক তারকাদের তলব করেছিল ইজি। তাঁরা গিয়ে হাজিরা ও দিয়ে এসেছিলেন। আর এবার, বেটিং অ্যাপ মামলায় বড় পদক্ষেপ নিল ইডি। বাংলার মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অঙ্কুশ হাজরা (Ankush Hazra) থেকে শুরু করে বলিউডের উর্বশী রাউতেলা (Urvashi Rautela), সোনু সুদ (Sonu Sood), ক্রিকেটিয় তারকা যুবরাজ সিংহ, রবীন উথাপ্পার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
বেটিং অ্যাপ মামলায় সেপ্টেম্বরে মিমি, অঙ্কুশকে ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সোনু সুদ থেকে শুরু করে উর্বশী রাউতেলা, প্রত্যেককেই তলব করা হয়েছিল এই মামলায়। সব তারকাদের মিলিয়ে, বেটিং অ্যাপ মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED। আগেই শিখর ধাওয়ান, সুরেশ রায়নার ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তরফ থেকে জানানো হয়েছে, সব কিছু জেনেই অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে চুক্তি করেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। প্রতারণা জন্যেই 1xbet নামে বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে অভিনেতাদের চুক্তি করা হয়েছিল বলেই অভিযোগ করা হয়েছে ইডির তরফে। প্রচারের জন্য বেআইনি টাকা ঘুরিয়ে বিদেশ থেকে আসত অভিনেতাদের কাছে, এমনটাই দাবি ইডির। পাশাপাশি ইডি আরও জানাচ্ছে, ভারতে ব্যবসার অনুমোদন ছাড়াই ঘুরিয়ে বেটিং অ্যাপের জন্য পরোক্ষে ব্র্যান্ডিং করা হত। মানি লন্ডারিং আইনে অভিনেতা-প্রাক্তন ক্রিকেটারদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ইডির তরফে।
কোন তারকার কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল?
জানা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় ৮ কোটি কাটার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে। কোন তারকার কত টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, রইল তার তালিকা
- মিমি চক্রবর্তী: ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- অঙ্কুশ হাজরা: ৪৭ লক্ষ ২০ হাজারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- সোনু সুদ: ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- নেহা শর্মা: ১ কোটি ২৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- মীরা রাউতেলা (ঊর্বশী রাওতেলার মা): ২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- যুবরাজ সিংহ: ২ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- রবীন উথাপ্পা: ৮ লক্ষ ২৬ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে






















