Top Entertainment News Today: রাজ-শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত, সলমনের বাড়িতে হামলায় পুলিশের হাতে নয়া তথ্য! আজকের বিনোদনের সারাদিন
Top Entertainment News Bollywood: আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন
কলকাতা: সলমন খানের বাড়িতে গুলি চলার ঘটনায় এবার উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর আগে জানা গিয়েছিল, অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ছক কষা হয়েছিল আমেরিকায়। এবার পুলিশ সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে রয়েছে কয়েক লক্ষ টাকার সুপারি! অন্যদিকে, IPL বেটিং, সফ্টপর্ন মামলায় নাম উঠেছিল আগেই। এবার Bitcoin জালিয়াতি মামলাতেও নাম জড়াল ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra)। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ। এবার মুম্বইয়ে তাঁর ১০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ মামলায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। জুহুতে শিল্পার নামে কেনা একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছে ED! আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন
প্রয়াত 'Angry Rantman' অভ্রদীপ
কিছু 'সত্যি কথা' মজার মোড়কে মানুষের সামনে তুলে ধরা, হাসি ফোটানো মানুষের মুখে.. এই ছিল তাঁর কাজ। কিন্তু মাত্র ২৭ বছরেই থেমে গেল তাঁর জীবন। প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (Abhradeep Saha)। যাঁর সোশ্যাল মিডিয়ায় নাম ছিল অ্যাঙ্গ্রি ব়্যাটম্যান (Angry Rantman)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বছর ২৭-এর অভ্রদীপ সাহা ছিলেন কলকাতার বাসিন্দা। যদিও অভ্রদীপ ব্যাঙ্গালুরুর নারায়না কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কনটেন্ট ক্রিয়েটার হিসেবেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নিজের নাম 'অ্যাঙ্গ্রি ব়্যাটম্যান' রেখেছিলেন তিনি কারণ প্রত্যেকটা ভিডিওই তিনি বানাতেন রাগ করে। যেন খুব রেগে কথা বলছেন দর্শকদের সঙ্গে। সিনেমা থেকে শুরু করে ম্যাচ রিপোর্ট, সবকিছুতেই নিজের সোজাসাপ্টা বক্তব্য রাখতেন তিনি।
রাজ ও শিল্পার ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
IPL বেটিং, সফ্টপর্ন মামলায় নাম উঠেছিল আগেই। এবার Bitcoin জালিয়াতি মামলাতেও নাম জড়াল ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra)। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ। এবার মুম্বইয়ে তাঁর ১০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ মামলায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। জুহুতে শিল্পার নামে কেনা একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছে ED। রাজ এবং শিল্পার মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED. এর মধ্যে শিল্পার নামে থাকা জুহুর একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয়েছে পুণের একটি বাংলো। রাজের নামে কেনা ইক্যুইটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ED। মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে Variable Tech Private Limited নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ-সহ আরও বেশ কয়েক জনের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে। Bitcoin-এ বিনিয়োগের নামে কোটি কোটি টাকা তোলেন অভিযুক্তরা। শুধুমাত্র ২০১৭ সালেই ৬,৬০০ কোটি টাকা তোলা হয়েছিল বলে জানা যায়। যাঁদের কাছ থেকে টাকা তোলা হয়, তাঁদের প্রতি মাসে Bitcoin-এ ১০ শতাংশ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার কথা ভেবে অনেকেই টাকা ঢালেন ওই সংস্থায়। কিন্তু ওই সংস্থা সকলকে ঠকিয়েছে বলে একাধিক মামলা দায়ের হয়। (Bitcoin Ponzi Scam)
সলমনকে 'ভয় দেখাতে' কয়েক লক্ষ টাকার সুপারি! পুলিশের হাতে নয়া তথ্য
সলমন খানের বাড়িতে গুলি চলার ঘটনায় এবার উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর আগে জানা গিয়েছিল, অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ছক কষা হয়েছিল আমেরিকায়। এবার পুলিশ সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে রয়েছে কয়েক লক্ষ টাকার সুপারি। পুলিশ সূত্রের মতে, পলক এবং তার সঙ্গী ভিকি গুপ্তা দুজনকেই শুটিং করার জন্য ৪ লক্ষ লক্ষের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ১ লক্ষ অগ্রিম দেওয়া হয়েছিল। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের মতে, উদ্দেশ্যটি ছিল সলমন খানকে হত্যা করা নয় বরং তাকে ভয় দেখানো। সংবাদসংস্থা এএনআই-কে পুলিশ সূত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পানভেলে সলমন খানের ফার্মহাউসে একটি রেকি করে। উভয় পরিবারের বক্তব্য বিহারে রেকর্ড করা হয়েছে। প্রায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা এবং অন্যান্য রাজ্য থেকে ডাকা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে মোটর বাইকে করে এসে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, সেটির রেজিস্ট্রেশন মহারাষ্ট্রের পানভেলের। সলমন খানের ফার্ম হাউসও পানভেলে।
গল্পে, গানে, কথায় 'মধ্যবিত্ত জীবন', অনির্বাণ, অনুপম, সুদীপ্তারা হাজির থাকবেন 'বৈঠকখানা'-তে
'মধ্যবিত্ত'। এই শব্দটার মধ্যে মিশে আছে অনেককিছু। যেমন পিছুটান.. তেমনই শান্তি, মুক্তি। মধ্যবিত্তরা নাকি অনেক কিছুই পারেন, আবার অনেক কিছুই পারেন না। আচ্ছা, সমাজের যাঁরা শিল্পী, যাঁরা লেখেন, আঁকেন, অভিনয় করেন... তাঁদের চোখে কেমন এই মধ্যবিত্তেরা? সেই উত্তর খুঁজতেই, শহর কলকাতার বুকে আয়োজন হচ্ছে এক 'বৈঠকখানা'-র। সেখানে শিল্পীরা নিজেদের শিল্পে, কথায় বলবেন এই মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত চিন্তাভাবনার কথাই। আজ থেকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি-তে শুরু হচ্ছে 'কেসিসি - বৈঠকখানা'। রিচা আগরওয়ালের আয়োজনে অনুষ্ঠিত হবে ৩দিন ব্যাপি অভিনব এই অনুষ্ঠানের। ১৯ এপ্রিল এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বিভাস চক্রবর্তী। প্রথমদিনেই আলোচনা করা হয়েছে একটি বিতর্ক সভার যেখানে অংশ নেবেন, শ্রীজাত (Srijato), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), তিলোত্তমা মজুমদার ও অন্যান্যরা। এছাড়াও থাকবে অন্যান্য বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণ হল, 'অপরাজিতা' নাটক থেকে একটি একক নাটক পাঠ করে শোনাবেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ভূমিকা সহ একটি গান শোনাবেন অনুপম রায় (Anupam Roy)। গোটা অনুষ্ঠানের থিমই সাজানো হয়েছে মধ্যবিত্ত মানসিকতা দিয়ে। আর তাই, নাচ, গান নাটক সমস্তটাই তুলে ধরা হবে এই মধ্যবিত্ত মানসিকতাকে কেন্দ্র করেই। রবিবার একটি একক গল্পপাঠের অনুষ্ঠান রয়েছে অনির্বাণ ভট্টাচার্য্য়ের (Anirban Bhattacharya)। রয়েছে শ্রীজাতর কবিতা পাঠও। আলোচনায় অংশ নেবেন ঋদ্ধি সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও।
রূপসার নতুন দায়িত্ব, সামলাতে হবে 'বোন' অনন্যাকে?
এই ছবির গল্প দুই বোনকে নিয়ে। একজন হাঁটাচলা করতে পারে না একেবারেই। আর বোনকে সামলানোর সমস্ত দায়িত্ব দিদির ওপর। কিন্তু কেবল দুই বোনেরই গল্প নয়.. তাদের মধ্যে রয়েছে আরও একজন ভাললাগার মানুষ! তিনজনের সম্পর্কের সমীকরণের গল্পই বলবে পরিচালক সায়ন বসু চৌধুরীর নতুন ছবি 'নার্ভ'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukherjee), অনন্যা গুহ (Anannya Guha) ও অক্ষয় অরুণ (Akshay Arun)-কে। এদের ৩ জনের মধ্যে রূপসা ও অনন্যা ইতিমধ্যেই পর্দার পরিচিত মুখ। সদ্য মুক্তি পেয়েছে রূপসার আরও একটি ছবিও। তবে এই প্রথম বড়পর্দায় অভিনয় করছেন অক্ষয়।
আরও পড়ুন: Rituparna Sengupta: ১৯ বছর পরে ফের একসঙ্গে, ঋতুপর্ণার অনুরোধেই নতুন বাংলা ছবি করছেন রাহুল