Naatu Naatu: 'নাটু নাটু' গানে নাচ লরেল অ্যান্ড হার্ডির, ভিডিও ভাইরাল মুহূর্তে
Viral Video: সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল রয়েছে একটি ভিডিও। যেখানে জনপ্রিয় লরেল অ্যান্ড হার্ডিকে নাচতে দেখা যাচ্ছে 'নাটু নাটু' গানে।
মুম্বই: সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড (Golden Globe 2023) পেয়েছে পরিচালক রাজামৌলির ছবি 'আরআরআর'-এর (RRR) গান 'নাটু নাটু' (Naatu Naatu)। 'বেস্ট অরিজিনাল সং'-এর বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এম এম ক্রিমের এই গান। প্রথম কোনও ভারতীয় ছবি এমন পুরস্কার পেল। তাই এই ছবি এবং এই গানের হাত ধরে ইতিহাসও তৈরি হল। 'নাটু নাটু' গানের গোল্ডেন গ্লোব জয়ের পরই সোশ্যাল মি়ডিয়া জুড়ে তৈরি হয়েছে একাধিক ভিডিও। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা এই গানে রিল তৈরি করে তা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল রয়েছে একটি ভিডিও। যেখানে জনপ্রিয় লরেল অ্যান্ড হার্ডিকে (Laurel And Hardy) নাচতে দেখা যাচ্ছে 'নাটু নাটু' গানে।
'নাটু নাটু' গানে লরেল অ্যান্ড হার্ডির নাচ-
সম্প্রতি নেট দুনিয়ায় জনৈক নেট নাগরিক একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, 'নাটু নাটু' গানে নাচছেন লরেল অ্যান্ড হার্ডি। আসলে ভিডিওটি নতুন করে এডিট করা হলেও দর্শকদের মন জিতে নিতে দেরি করেনি। তাই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও সময় নেয়নি। 'আর আর আর'-এর দুই তারকা রামচরন এবং জুনিয়র এনটিআরের মতোই এনার্জি নিয়ে এই গানে নাচতে দেখা যাচ্ছে লরেল অ্যান্ড হার্ডিকে। সত্যিই যেন মনে হচ্ছে, এই গানেই নাচছেন তাঁরা। ভিডিওটি পোস্ট হতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা। কেউ কমেন্ট করেছেন যে, 'আমার মনে হয় লরেল অ্যান্ড হার্ডি যেন জানতেনই যে, 'নাটু নাটু' গানটি গোল্ডেন গ্লোব জিতবে।' আবার কেউ কমেন্ট করেছেন যে, 'অসাধারণ ভিডিও।'
No one is immune from the catchiness of #NaatuNaatu. Not even inhabitants of the past..😄 L&H may not have the same energy as the #RRR duo but they’re not bad! Enjoy the #FridayFeeling pic.twitter.com/9tMSfAKux5
— anand mahindra (@anandmahindra) January 13, 2023">
আরও পড়ুন - Neil Nitin Mukesh Birthday: নামকরণ থেকে ব্যক্তিগত জীবন, রইল নীল নীতিন মুকেশের সম্পর্কে চমকদার তথ্য
প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকার 'ডিরেক্টর্স গিল্ড'-এ 'আর আর আর' ছবির বিশেষ প্রদর্শনী হয়। সেখানেই বক্তব্য রাখেন ছবির পরিচালক। তিনি বলেন, 'আর আর আর কোনও বলিউড ছবি নয়, এটি দক্ষিণ ভারতে তৈরি একটি তেলুগু ছবি, যেখানে থেকে আমি আসছি, কিন্তু আমি সিনেমা থামিয়ে আপনাদের সঙ্গীত ও নাচের একটি অংশ দেওয়ার বদলে গল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গানটি ব্যবহার করেছি।' তিনি আরও বলেন, 'আমি ওই উপাদানগুলো ব্যবহার করে ছবির গল্প এগিয়ে নিয়ে যেতে চেয়েছি... যদি ছবির শেষে, আপনারা বলেন যে তিন ঘণ্টার ছবি মনেই হল না, তাহলে আমি জানি যে আমি একজন সফল পরিচালক।'