Ekta Kapoor: ‘ALTT’ ওটিটি অ্যাপ নিষিদ্ধ হতেই চরম কটাক্ষ, সমাজমাধ্যমে সাফ জবাব দিলেন একতা কাপুর
Ekta Kapoor on ALTT OTT App Ban: একতা কাপুর নিজের প্রোডাকশন হাউজের এক বিবৃতিতে একটি স্পষ্টীকরণ জারি করেছেন এবং জানিয়েছেন যে নিষিদ্ধ অ্যাপ ‘অল্টটি’-র সঙ্গে তাঁর এবং তাঁর মা শোভা কাপুরের কোনও সংযোগ নেই।

Entertainment News: কেন্দ্র সরকার সম্প্রতি অশালীন কন্টেন্ট দেখানোর অভিযোগে ২৫টি ওটিটি অ্যাপের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশের সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের এই অ্যাপগুলির অ্যাক্সেস সাধারণ মানুষের কাছ থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল এই নির্দেশিকার পরেই ‘অল্টটি’ নামের ওটিটি অ্যাপটি (OTT App Banned) নিষিদ্ধ করা হয়। আগে এই অ্যাপের নাম ছিল ‘অল্টবালাজী’ আর এই অ্যাপের প্রতিষ্ঠাতা ছিলেন একতা কাপুর (Ekta Kapoor) এবং তাঁর মা শোভা কাপুর।
বর্তমানে টিভি ও চলচ্চিত্র প্রযোজক একতা কাপুর এই খবরের তীব্র বিরোধিতা করেছেন কারণ অনেকেই ‘অল্টটি’ নিষিদ্ধ হওয়ার পরে তাঁকে কটাক্ষ করেছেন। তিনি স্পষ্টই সমাজমাধ্যমে জানান যে তাঁর ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্টটি’ ভারত সরকার অশালীন কন্টেন্টের স্ট্রিমিংয়ের জন্য নিষিদ্ধ করেছে। তবে তাঁর প্রোডাকশন হাউজের অফিসিয়াল হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে একতা কাপুর একটি স্পষ্টীকরণ জারি করেছেন এবং জানিয়েছেন যে নিষিদ্ধ অ্যাপ ‘অল্টটি’-র সঙ্গে তাঁর এবং তাঁর মা শোভা কাপুরের কোনও সংযোগ নেই।
কী জানান একতা কাপুর
একতা কাপুর তাঁর বিবৃতিতে বিস্তারিতভাবে বলেন, ‘বিএসই ও এনএসইতে তালিকাভুক্ত বালাজী টেলিফিল্মস লিমিটেড একটি পেশাদারি মিডিয়া ও এন্টারটেইনমেন্ট সংস্থা এবং সম্প্রতি ALT ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট লিমিটেড যা ছিল পূর্বে এই সংস্থার সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা, তাদের এনসিএলটি অনুমোদনের পরে ২০ জুন ২০২৫ থেকে অল্টটি পরিচালনার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তিনি স্পষ্টই জানান যে তিনি বা তাঁর মা শোভা কেউই এখন আর অল্টটি সংস্থার সঙ্গে জড়িত নন।
Instagram-এ এই পোস্টটি দেখুন
একতা কাপুর লেখেন, ‘সংবাদমাধ্যমে এমন খবর বেরিয়েছে যে কর্তৃপক্ষ অল্টটিকে নিষিদ্ধ করেছে, তবে এর সঙ্গে একতা কাপুর বা শোভা কাপুরের কোনও যোগাযোগ নেই। ২০২১ সালের জুন মাসেই অল্টটি-র সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে। ফলে সংবাদ প্রকাশের আগে একবার তা যাচাই করে নেওয়া দরকার।’ এই বিবৃতিতে সবার শেষে বলা হয়েছে যে বালাজী টেলিফিল্মস লিমিটেড সমস্ত প্রযোজ্য আইন সম্পূর্ণরূপে মেনে চলছে এবং কর্পোরেট গভর্নেন্সের সর্বোচ মান বজায় রেখে তার ব্যবসা পরিচালনা করে চলেছে।






















