(Source: ECI/ABP News/ABP Majha)
Ena Saha: পর্দা থেকে দূরে, ব়্যাম্পে হাঁটার ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোলিংয়ের শিকার এনা সাহা
Actress Ena Saha: সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখা গিয়েছে এনা সাহার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ব্যাঙ্গালোর ফ্যাশন উইকের ব়্যাম্পে হেঁটেছেন এনা, তাঁর পরণে ছিল বেগুনি ও লালের কম্পিনেশনে একটি পশ্চিমি পোশাক
কলকাতা: আপাতত তিনি সামান্য বিরতি নিয়েছেন ছবির কাজ থেকে। তবে গ্ল্যামার দুনিয়া থেকে কখনোই সরে থাকেননি অভিনেত্রী প্রযোজক এনা সাহা (Ena Saha)। সম্প্রতি একটি ফ্যাশন শো-এ হেঁটেছিলেন তিনি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী। কী প্রতিক্রিয়া হল তাঁর?
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখা গিয়েছে এনা সাহার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ব্যাঙ্গালোর ফ্যাশন উইকের ব়্যাম্পে হেঁটেছেন এনা, তাঁর পরণে ছিল বেগুনি ও লালের কম্পিনেশনে একটি পশ্চিমি পোশাক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করতেই ধেয়ে এল কটাক্ষের ঝড়। অনেকে নায়িকার উদ্দেশে লিখেছেন, 'এ তো ব়্যাম্প ওয়াকটাই পারে না'। অনেকে আবার লিখেছেন, 'শরীরের যত্ন নাও।' তবে এই সমস্ত কটাক্ষের কোনও জবাব দেননি এনা। তিনি ব্যস্ত নিজের শর্তে জীবনটা কাটাতে।
এনার প্রযোজিত আগামী ছবি 'মাষ্টারমশাই আপনি কিছু দেখেননি'-র শ্যুটিং শেষ হয়েও পড়ে রয়েছে মুক্তির অপেক্ষায়। এই ছবির নায়ক যশ দাশগুপ্তের (Yash Dashgupta)-র সঙ্গে কিছু সমস্যার কারণে ছবির মুক্তি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই সমস্যা শুরু হয়েছিল শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maullick)-এর ছবি 'চিনে বাদাম' -এর সময় থেকে। ছবির মুক্তির আগে প্রোজেক্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন যশ।
মুক্তির অপেক্ষায় এনা প্রযোজিত ছবি ‘ডাক্তারকাকু’-ও। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মন দিয়েছেন এনা, তবে এখনও পর্যন্ত বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি তাঁর কোনও ছবিই। আপাতত অন্যান্য ছবির কাজে হাত দিতে চান না এনা, তিনি অপেক্ষা করছেন ভাল ছবির জন্য। 'ডাক্তারকাকু' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পাভেল। এই ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋদ্ধি সেন (Riddhi Sen)-কে। এই ছবিতে দেখা যাবে এনা সাহাকেও।
এর আগে, এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রোলিং নিয়ে মুখ খুলেছিলেন এনা। সোশ্যাল মিডিয়ায় কমবেশি ট্রোলিংয়ের শিকার হতে হয় নায়ক নায়িকাদের। এই অভিজ্ঞতা রয়েছে এনারও। নিজেকে সামলান কী করে? এনা বলেছিলেন, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সময় কাটাই না। তবে মাঝেমধ্যে খারাপ কমেন্ট চোখে পড়লে মনখআরাপ হয়। তবে যদি কিছু মানুষ খারাপ বলেন, কিছু মানুষ ভালোও বলেন। তবে এই সমালোচনাটা আমার ক্ষেত্রে নিজেকে আরও ভালো করে তুলতে সাহায্য করে। যারা আমায় দেখে বিরক্ত হয়, আমি তাই তাদেরও ভালোবাসি।'
আরও পড়ুন: Malaika-Arjun: মালাইকা-অর্জুনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি? রবিবাসরীয় দুপুরে জানা গেল সত্যিটা