এক্সপ্লোর
Advertisement
‘অনেক হয়েছে!’ খুন-ধর্ষণের হুমকি পেয়েছেন,অভিযোগ তুলে সুবিচারের দাবি সুশান্ত-বান্ধবী রিয়ার
উল্লেখ করা দরকার, স্ট্যান্ড আপ কমেডিয়ান অগ্রিমা জোশুয়াকে ধর্ষণের হুমকি দেওয়ার জন্য সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এক ইউটিউবারকে। রিয়াকে যাঁরা অমন হুমকি দিয়েছেন বলে তিনি দাবি করেছেন, তাদের ক্ষেত্রে এবার পুলিশ কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মারা যাওয়ার পর পুলিস যাঁদের সঙ্গে কথা বলেছে , তাঁদের অন্যতম সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। আর গত এক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা মানুষের নানা নিন্দা-মন্দ শুনতে হয়েছে ‘মেরি ড্যাড কি মারুতি’-র অভিনেত্রীকে। ‘আমি সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড বলছি’ এমন পরিচয় দিয়ে রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্তের আত্মহত্যার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাতেও অবশ্য কিছু মানুষের আক্রমণ বন্ধ হয়নি। শুনতে হয়েছে তিনি দুষ্ট চরিত্রের মেয়ে, অর্থলোভী! শেষটায় আর থাকতে পারলেন না তিনি। এ বার সোশ্যাল মিডিয়াতেই জানালেন যে গত এক মাসে তাঁকে কেউ ধর্ষণের হুমকি দিয়েছেন, কেউ বলেছেন, তাঁকে খুন করা হবে। উল্লেখ করা দরকার, স্ট্যান্ড আপ কমেডিয়ান অগ্রিমা জোশুয়াকে ধর্ষণের হুমকি দেওয়ার জন্য সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এক ইউটিউবারকে। রিয়াকে যাঁরা অমন হুমকি দিয়েছেন বলে তিনি দাবি করেছেন, তাদের ক্ষেত্রে এবার পুলিশ কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।
এক মাস সহ্য করে অবশেষে মুখ খুলেছেন রিয়া। সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমি চুপ করে সহ্য করছি, তার মানে এই নয় যে আপনারা আমায় বলতে পারেন যে আমি যদি আত্মহত্যা না করি তবে আমাকে ধর্ষণ কিংবা খুন করা হবে!’
নানা আপত্তিকর যে মন্তব্যগুলি শুনতে হয়েছে, সেগুলির স্ক্রিনশট নিজের পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘জালেবি’ ছবির অভিনেত্রী। বলেছেন, ‘আপনারা যে মন্তব্যগুলি করেছেন, সেটা যে কত বড় অন্য়ায়, সে সম্পর্কে আদৌ ধারণা আছে তো আপনাদের? এমন ধরনের কথা কাউকেই বলার অধিকার আপনাদের নেই।‘ নিজের পোস্ট সাইবার ক্রাইম সেলের দুটি অ্যাকাউন্টের সঙ্গে ট্যাগ করে দিয়েছেন রিয়া। তিনি তাঁর হেনস্থাকারীদের শাস্তি চান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement