Top Social Post: নেটপাড়ায় কটাক্ষের শিকার রণবীর, নজর কাড়ল 'মেন্টাল' ছবির ট্রেলার, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
নেটপাড়ায় কটাক্ষের শিকার রণবীর সিংহ
বেশ কিছুদিন ধরেই মলদ্বীপ বিতর্ক নিয়ে সরব হচ্ছেন বলিউডি তারকারা। কিছুদিন আগে এই বিতর্কে মুখ খুলেছেন অমিতাভ বচ্চনও। এবার দ্বীপ পর্যটনের প্রচারে ভারতের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন রণবীর সিং। ভারতের পর্যটন এবং লাক্ষাদ্বীপের সমর্থনে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করতে গিয়ে ভুলবশত মলদ্বীপের ছবি দিয়ে ফেলেন রণবীর আর তা নিয়েই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হন অভিনেতা। পর্যটন গন্তব্য হিসাবে মলদ্বীপ ভারতীয়দের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্য। দেশটির পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মলদ্বীপে ভারতীয় পর্যটকই সবচেয়ে বেশি ছিল। মলদ্বীপে আসা পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারত থেকেই আসে। কিন্তু ভারতের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে অপমানজনক মন্তব্যের জেরে মলদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছিলেন বেশ কিছু বলিউডি তারকা। ক্রিকেট দুনিয়ার অনেক তারকাও এই ইস্যুতে সামিল হয়েছিলেন ভারতের সপক্ষে। অক্ষয়কুমার, হার্দিক পাণ্ড্য, সচিন তেণ্ডুলকর, কঙ্গনা রানাউত এবং সলমন খানের মত রণবীর সিংও সেই ইস্যুতে গলা মিলিয়েছেন। মলদ্বীপ ছাড়া ভারতের অন্যান্য দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন করেছেন সকলে। তবে এবার বিরাট ভুল করে ফেললেন রণবীর সিং। কটাক্ষের শিকার হয়ে সেই ভুল সংশোধনও করেন তিনি।
This year let’s make 2024 about exploring India and experiencing our culture. There is so much to see and explore across the beaches and the beauty of our country
— Ranveer Singh (@RanveerOfficial) January 8, 2024
Chalo India let’s #exploreindianislands
Chalo bharat dekhe
'মেন্টাল' ছবির ট্রেলার প্রকাশ্যে
প্রকাশ্যে এল যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) ও নুসরত জাহান (Nussrat Jahan) প্রযোজিত প্রথম ছবি 'মেন্টাল'-এর ট্রেলার ('Mentaaal' Trailer Out Now)। ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরত নিজেই। সেই সঙ্গে খলনায়িকার চরিত্রে দেখা যাবে সায়ন্তনী ঘোষকে (Sayantani Ghosh)। প্রশংসিত হয়েছে ট্রেলার। ৮ জানুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী নুসরত জাহানের। আর এদিন অনুরাগীদের 'রিটার্ন গিফট' (Return Gift) দিলেন অভিনেত্রী। প্রকাশ্যে আনলেন তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবির ট্রেলার। 'মেন্টাল' পরিচালনা করেছেন বাবা যাদব। ছবি মুক্তি পাবে ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে। এই ছবির হাত ধরে বেশ অনেকদিন পর বাংলায় কাজ করছেন সায়ন্তনী ঘোষ। ট্রেলারে রুদ্রাণি চট্টোপাধ্যায়ের চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। কুখ্যাত রাজনীতিকের চরিত্রে তাঁর তীক্ষ্ণ চাহনি বেশ নজরকাড়া।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।