Top Social Post: যশের প্রথম 'বলিউডি' গানের ঘোষণা, 'টাইগার ৩' ফিল্মের পোস্টার প্রকাশ, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
প্রকাশ্যে 'টাইগার ৩' ফিল্মের পোস্টার
বড়পর্দায় ফের জুটি বেঁধে ফিরছেন সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। প্রকাশ্যে এল 'টাইগার ৩' ছবির নতুন পোস্টার (Tiger 3 New Poster Out)। এই বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে 'টাইগার ৩'। অবনীশ সিংহ রাঠৌরের চরিত্রে সলমন খান ও জোয়ার চরিত্রে ফিরছেন ক্যাটরিনা কাইফ। শনিবার সকালে প্রকাশ্যে এল 'টাইগার ৩' ছবির নতুন পোস্টার। শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান' যা মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর, সেখানে দেখানো হবে 'টাইগার ৩'-এর ট্রেলার। এই ছবির প্রেক্ষাপট যে 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তাও বোঝা গেল পোস্টারেই। সলমন খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন ছবির হিন্দি, ইংরেজি, তামিল ও তেলুগু ভাষার পোস্টার শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'আমি আসছি! টাইগার ৩, দীপাবলি ২০২৩-এ। 'ওয়াইআরএফ ৫০'-এর 'টাইগার ৩'-কে উদযাপন করুন আমার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।'
View this post on Instagram
মুক্তির অপেক্ষায় যশ দাশগুপ্ত অভিনীত প্রথম বলিউড ছবির গান
'ইয়ারিয়াঁ ২' ছবিতে লাডলি চিব্বরের ভূমিকায় দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে। অন্যদিকে অভয়ের ভূমিকায় রয়েছেন যশ দাশগুপ্ত। নতুন যে পোস্টার এসেছে সেখানে তাঁদের 'প্রেমের ভাষা'র সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শক। খানিক আঁচ মিলতে পারে তাঁদের সম্পর্কের চড়াই উতরাইয়ের। ফিল্মের টিজার থেকে স্পষ্ট যে লাডলি ও অভয়ের সম্পর্ক খুব মসৃণ নয়, তা খানিক অপ্রস্তুত, খানিক দুর্বল। তবে ধীরে ধীরে তাঁরা কীভাবে একে অপরের প্রেমের ভাষা বুঝতে শুরু করবেন, সেই গল্পই বলবে ছবির নতুন গান, 'সিমরু তেরা নাম' (Simroon Tera Naam)। এদিন এই গানের দুটি পোস্টার শেয়ার করে দিব্যা খোসলা কুমার লেখেন, 'লাডলি ও অভয়ের প্রেম কাহিনি শুরু হতে চলেছে। তাঁদের প্রেমকাহিনির প্রেমে পড়তে নিজেকে তৈরি করুন।' অন্যদিকে যশও শেয়ার করেছেন সেই পোস্টার। বলিউডে এই ছবির হাত ধরেই পা রাখছেন বাংলার অভিনেতা যশ। তাঁর প্রথম হিন্দি গানের অপেক্ষায় অনুরাগীরা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন