এক্সপ্লোর
দ্বিতীয় কন্যার জন্ম দিলেন এষা দেওল, নাম রাখলেন মিরায়া
এষার প্রথম সন্তানও মেয়ে, তার নাম রাধ্যা। সে জন্মেছে ২০১৭-র ২০ নভেম্বর।

মুম্বই: আবার মা হলেন এষা দেওল। হেমা মালিনী ও ধর্মেন্দ্রর বড় মেয়ে গতকাল কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন তিনি।
নবাগতার নামও রেখেছেন গর্বিত মা। একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১০ তারিখ জন্মেছে মিরায়া তাখতানি।
এষার প্রথম সন্তানও মেয়ে, তার নাম রাধ্যা। সে জন্মেছে ২০১৭-র ২০ অক্টোবর।
২০১২-য় ব্যবসায়ী ভরত তাখতানিকে বিয়ে করেন এষা। দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























