এক্সপ্লোর
একসঙ্গে অ্যাশ-সলমন! সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে হইচই
সঞ্জয় লীলা ভনশালীর ছবি ‘হাম দিল দে চুকে সনম’ এর সেটেই দুই তারকার মন দেয়া-নেয়ার শুরু। তারপর বাণিজ্যনগরীর চর্চার কেন্দ্রে ছিল এই দুই তারকার সম্পর্ক। প্রেমের ভাঙনটাও ধরে সশব্দে।

নয়াদিল্লি: যুগলের বিচ্ছেদ হয়ে গিয়েছে বহু আগেই। তারপর আরব সাগর দেখেছে অনেক ঢেউয়ের ওঠানামা। কিন্তু এখনও চর্চার কেন্দ্রে রয়ে গিয়েছে বলিউডের এই জুটি। ঐশ্বর্যা রাই-সলমন খান। দুজনের সম্পর্ক শেষ হয়েছিল অনেক কাদা ছোড়াছুড়ির পর। একে অপরকে বিদ্ধ করেছেন খোলাখুলিই। কিন্তু তবুও সিনেটাউনের আনাচে কানাচে এখনও চর্চা হয় তাঁদের নিয়ে। সম্প্রতি তাঁদের একটি পুরনো ছবি ইন্টারনেটে ঝড় তুলেছে। সম্পর্কের সুসময়ে তোলা এই ছবিটি নিয়ে এখন চর্চায় ব্যস্ত দুই সুপারস্টারের অনুরাগীরা।
ইনস্টাগ্রামে এই ছবিটিতে দুজনকে দেখা যাচ্ছে কালো পোশাকে। অ্যাশের হাতে কাপ। পাশে সল্লুমিঞা।
সঞ্জয় লীলা ভনশালীর ছবি ‘হাম দিল দে চুকে সনম’ এর সেটেই দুই তারকার মন দেয়া-নেয়ার শুরু। তারপর বাণিজ্যনগরীর চর্চার কেন্দ্রে ছিল এই দুই তারকার সম্পর্ক। প্রেমের ভাঙনটাও ধরে সশব্দে। একটি সাক্ষাৎকারে অ্যাশ তো একবার সলমনের বিরুদ্ধে তাঁকে শারীরিক নিগ্রহ করার অভিযোগও এনেছিলেন!যদিও সলমন সব অভিযোগই উড়িয়ে দেন।
তারপর দু ’জনের জীবনই বয়ে গিয়েছে ভিন্ন খাতে। ঐশ্বর্য এখন অভিষেক ঘরণী। আর সলমন এখনও ইন্ডাস্ট্রির ‘এলিজিবল ব্যাচেলর’দের অন্যতম। পুরনো সম্পর্কের দাগ যতই দুজনে মুছে ফেলতে চান না কেন, সোশ্যাল মিডিয়ার জমানায় তা যে বড়ই কঠিন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement