Rajanya Haldar: অবশেষে মুক্তি পাচ্ছে আরজি কর কাণ্ডের আবহে তৈরি রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'
Rajanya Haldar Film: শেষমেশ, নতুন বছরে মুক্তি পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ডেড রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ও টিএমসিপি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নতুন বছরে মুক্তি পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ডেড রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ও টিএমসিপি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'। আর জি কর কাণ্ডের আবহে এই শর্টফিল্মের মুক্তি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। দল থেকে সাসপেন্ড করা হয়েছিল ২ জনকেই।
দীর্ঘ বিতর্ক... সাসপেনশন... প্রথমে অনড় মনোভাব... তারপর কিছুটা সুর নরম... এসবের পর শেষমেশ, নতুন বছরে মুক্তি পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ডেড রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ও টিএমসিপি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'। তারই পোস্টার প্রকাশ করা হল সোমবার। আর জি কর কাণ্ডের আবহে এই শর্টফিল্মের মুক্তি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।
২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন, রাজন্যা হালদার অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগেই TMCP থেকে সাসপেন্ড করা হয়, রাজন্য়ার স্বামী ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য় সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্য়া হালদারকে। প্রথমে ছবির রিলিজ নিয়ে অনমনীয় অবস্থান নিলেও, পরে সুর বদলে যায় রাজন্য়া ও প্রান্তিকের। তা হয়, কুণাল ঘোষের সঙ্গে প্রান্তিকের সাক্ষাতের পর। এরপর শর্টফিল্ম রিলিজ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তাঁরা। যদিও, এবার ফের ছবি রিলিজের সিদ্ধান্ত নিলেন রাজন্যা-প্রান্তিক।
এই বিষয় নিয়ে, টিএমসিপি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার বলছেন, 'আগমণী তিলোত্তমাদের গল্প শর্টফিল্মটির জন্য সাসপেন্ড করা হয়েছিল আমাকে এবং প্রান্তিক চক্রবর্তীকে। তবে আমি এক্ষেত্রে মনে করি আমি আগেও যা বলেছি, এখনও তাই বলছি এই শর্টফিল্মের সঙ্গে রাজনীতির কোনও সংযুক্তিকরণ নেই। এবং সেই সংযুক্তিকরণ করা বৃথা চেষ্টা।' ৮ জানুয়ারি মুক্তি পাবে এই শর্টফিল্মটি। অন্যদিকে আজ আরজি কর কাণ্ডে সামনে এসেছে আরও নতুন তথ্য।
View this post on Instagram
আরও পড়ুন: Sunny Leone: ৪৩-এও টানটান ত্বক, তন্বী চেহারা.. ফিট থাকতে কোন কোন নিয়ম মেনে চলেন সানি লিওন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।