পা দিয়ে অমিতাভ বচ্চনের ছবি আঁকলেন বিশেষ ক্ষমতা সম্পন্ন অনুরাগী
প্রিয় তারকার প্রতি ভালোবাসায় তাঁর ছবি আঁকলেন অনুরাগী। তাও আবার পা দিয়ে। আর সেটাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন বিগ বি।
মুম্বই : সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। নিজের যেকোনও কিছু অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিতে পছন্দ করেন তিনি। আর তাঁর অনুরাগীর সংখ্যাও তো কম নয়। অমিতাভ বচ্চনের অনুরাগীদের কোনও নির্দিষ্ট বয়স নেই। আট থেকে আশি, সকলেই ভালোবাসেন তাঁকে। এবার প্রিয় তারকার প্রতি ভালোবাসায় তাঁর ছবি আঁকলেন অনুরাগী। তাও আবার পা দিয়ে। আর সেটাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন বিগ বি।
আরও পড়ুন - কবে থেকে দেখতে পাবেন রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার্স'?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। যেখানে দেখা যাচ্ছে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি পা দিয়ে 'বাগবান' তারকার ছবি আঁকছেন। জানা গিয়েছে ওই অনুরাগীর নাম আয়ুষ। তাঁর আঁকা ছবিতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন দু হাত তুলে অনুরাগীদের সঙ্গে কথপোকথন করছেন। যেমনটা তিনি করে থাকেন। আর অনুরাগীরাও তাঁর ছবি তুলতে ব্যস্ত। এমনই কয়েকটি ছবির কোলাজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে বিগ বি লিখেছেন, 'আয়ুষ। বিশেষ ক্ষমতা সম্পন্ন। পা দিয়ে ছবি এঁকেছে। সর্বশক্তিমানের কী লীলা। রবিবার জলসার গেটে শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করাটা ও মিস করে। তাই কল্পনা শক্তিতেই সেই ছবি এঁকে ফেলেছে।'
আরও পড়ুন - প্রিয় বন্ধুর বোনের জন্মদিনের পার্টিতে হুল্লোড়, ক্যামেরাবন্দি অভিনেত্রী আলিয়া ভট্ট
প্রসঙ্গত, এই মুহূর্তে 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৩তম সিজন নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি বেশ অনেকগুলো ছবিই ইতিমধ্যে তাঁর হাতে রয়েছে। তাঁকে আগামী দিনে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে। যে ছবিতে অভিনয় করেছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। এছাড়াও রশ্মিকা মন্দানার সঙ্গে 'গুড বাই', অজয় দেবগন পরিচালিত এবং প্রযোজিত ছবি 'মে ডে'-তেও রয়েছেন বিগ বি। সোনা যাচ্ছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত আগামী ছবি 'ঝুন্ড'-এও সই করেছেন অমিতাভ বচ্চন।