![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Fatafati: মুক্তির আগেই বিদেশের মাটিতে হাউসফুল ঋতাভরীর সিনেমার শো!
Fatafati News: প্রযোজনা সংস্থার দাবি, ২১ মে অস্ট্রেলিয়ায় হাউসফুল হয়েছে এই ছবি। ব্ল্যাকটাউন শহরে HOYTS Cinema Blacktown-এ হাউসফুল ঋতাভরীর ছবির এই শো।
![Fatafati: মুক্তির আগেই বিদেশের মাটিতে হাউসফুল ঋতাভরীর সিনেমার শো! Fatafati: Film Fatafati won a houseful show at Australia, Ritabhari and Shiboproshad, Aritra is happy for this relation Fatafati: মুক্তির আগেই বিদেশের মাটিতে হাউসফুল ঋতাভরীর সিনেমার শো!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/4d54a5c9a9b5143ac62b6b94ccd3dd35168294958749849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাংলা ছবির বিদেশে পাড়ি দেওয়ার প্রথা নতুন নয়। তবে অনেকেই বিশ্বাস করেন মৌখিক প্রচারে। অর্থাৎ, ছবিটি মুক্তির পরে তা কেমন হয়েছে শুনেই অনেকে ছবি দেখতে যান। তবে মুক্তির আগেই শো হাউসফুল! তাও বিদেশে! 'উইন্ডোজ' (Windows)-এর ছবি তৈরির ইতিহাসে এই প্রথম। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি' (Fatafati) মুক্তি পাবে ১২ মে। আর তার আগেই, সূদূর অস্ট্রেলিয়ায় হাউসফুল হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)-এর নতুন এই ছবি।
প্রযোজনা সংস্থার দাবি, ২১ মে অস্ট্রেলিয়ায় হাউসফুল হয়েছে এই ছবি। ব্ল্যাকটাউন শহরে HOYTS Cinema Blacktown-এ হাউসফুল ঋতাভরীর ছবির এই শো। এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া রায়। এই খবরে ভীষণ খুশি টিম 'ফাটাফাটি'। ছবি নিয়ে ভীষণ উত্তেজিত সবাই। কেবল বিদেশ কেন, বাংলা এই ছবি সমাজের জন্য যে বার্তা ছড়াতে চায়, তা সবার খুব কাছের বলেই মনে হয়েছে নির্মাতাদের।
'উইন্ডোজ' প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত 'ফাটাফাটি' অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় তৃতীয় ছবি। এর আগে তাঁর 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও...' ছবি দুটি বিপুল প্রশংসিত হয়েছে। এবার দর্শক অপেক্ষায় 'ফাটাফাটি'র। এই ছবির গল্প ফুল্লরা ভাদুড়ি নামক এক দর্জির। গ্রামের দর্জি ফুল্লরা, যাঁর মধ্যে 'ফ্যাশন ডিজাইন'-এর দারুণ বোধ আছে। কিন্তু সেই কাজে তাঁকে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতে হয়, কারণ তিনি স্থূলকায়। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি কি ফ্যাশন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারবেন?
সদ্য মুক্তি পাওয়া ছবির নতুন গান 'যতদূর তুমি' তৈরি করেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির টাইটেল গান তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী চমক হাসানও এই ছবির জন্য গান তৈরি করেছেন ও গেয়েছেন। 'যতদূর তুমি'-র গীতিকার ঋতম সেন। গেয়েছেন জনপ্রিয় গায়ক জাভেদ আলি।
আরও পড়ুন: Kidney Stone: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)