এক্সপ্লোর
Advertisement
যমজ সন্তানের বাবা হলেন কর্ণ জোহর
নয়াদিল্লি: দেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক কর্ণ জোহর যমজ সন্তানের বাবা হলেন। একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে পরিচালকের। তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের সূচনার কথা তিনি নিজেই আজ সকালে টুইট করে জানিয়েছেন। তাঁর সংসারের এই দুই নতুন অতিথির নাম রুহি এবং যশ এবং সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন তিনি। আজ সকালে কর্ণ তাঁর টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, আমার জীবন এবং লাইফলাইনে দুটো সুন্দর নতুন মানুষের সংযোজন হল।
— Karan Johar (@karanjohar) March 5, 2017তবে কর্ণের এই যমজ সন্তানের জন্ম হয় গতমাসে মুম্বইয়ের মাসরানি হাসপাতালে। এই হাসপাতালেই শাহরুখ খানের তৃতীয় সন্তান অ্যাব্রামের জন্ম হয়েছিল, খবর সংবাদমাধ্যম সূত্রে। জোহর তাঁর টুইটে লিখেছেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি বহু ভাবনা-চিন্তার পর নিয়েছেন। কারণ, তিনি জানেন সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তাঁর সংসারের প্রতি দায়িত্ব কয়েকগুন বেড়ে যাবে। আর এই দায়িত্ব নেওয়ার জন্যে তিনি নিজেকে মানসিক ভাবে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন। তাঁর জীবনের এই দুই নতুন অতিথিকে তিনি ভালবাসা এবং যত্ন দিয়ে ভরিয়ে দেবেন বলে জানিয়েছেন। এখন থেকে তাঁরাই হবে কর্ণের পৃথিবী। নিজের বাবা যশ জোহরের নাম দিয়ে ছেলের নাম রেখেছেন কর্ণ। তাঁর সন্তানের লালন পালন করবেন কর্ণের মা এবং তাঁর বন্ধু-বান্ধব যাঁরা তাঁর পরিবারের মতো। কর্ণ তাঁর টুইটে তাঁর সন্তানের সারোগেট মাকেও ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে দুনিয়ার এই সুন্দর উপলব্ধি উপহার দেওয়ার জন্যে। এছাড়া যে চিকিত্সকের তত্ত্বাবোধানে তাঁর দুই সন্তান হয়েছে, তাঁকেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পরিচালক-প্রযোজক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement