Film Announcement: 'মরীচিকা'-তে বিভ্রান্ত বনি, সঙ্গী হতে আসছেন কৌশানী
ফের একবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের সংস্থা নেক্সজেন ভেঞ্চার্সের হাত ধরে ঘোষণা হল নতুন ছবি 'মরীচিকা'-র।
![Film Announcement: 'মরীচিকা'-তে বিভ্রান্ত বনি, সঙ্গী হতে আসছেন কৌশানী Film Announcement: Bonny Sengupta and Koushani Mukherjee will cast on new Film Morichika produced by Raktim Chatterjee Film Announcement: 'মরীচিকা'-তে বিভ্রান্ত বনি, সঙ্গী হতে আসছেন কৌশানী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/19/5838f5a3759550395ada50548a4932c8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রযোজকের জন্মদিনে নতুন ছবির ঘোষণা। ফের একবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের সংস্থা নেক্সজেন ভেঞ্চার্সের হাত ধরে ঘোষণা হল নতুন ছবি 'মরীচিকা'-র।
১৮ মার্চ, দোলের দিন ছিল প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের জন্মদিন। গোটাদিন নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। কিন্তু রাত গড়াতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে এল নতুন ছবির ঘোষণা। ছবি ঘোষণা করলেন মুখ্য চরিত্র বনি। 'মরীচিকা'-এর প্রধান মুখ যে বনি হবে, এই খবর জানা গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকেই। ছবির বিষয়ে জানতে সরাসরি প্রযোজকের কাছেই পৌঁছে গিয়েছিল এবিপি লাইভ। রক্তিম বললেন, 'সুমিত সাহিলের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি 'মরীচিকা'। ছবিটি একটি ক্রাইম থ্রিলার। মুখ্য চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। তাঁর বিপরীতে অভিনয় করবেন কৌশানি মুখোপাধ্যায়। চলতি বছরের ২০ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সুপ্রতীপ ভট্টাচার্য্য ও অনিন্দ্য মুখোপাধ্যায়। ছবির গল্প ও চিত্রনাট্যের দায়িত্ব সামলাচ্ছেন অর্ণব ভৌমিক।'
আরও পড়ুন: 'বাস্তবে একেনবাবুর মত চরিত্ররা হারিয়ে যাচ্ছে বলেই পর্দার একেন জনপ্রিয় হচ্ছে'
সোশ্যাল মিডিয়ায় 'মরীচিকা'-র পোস্টার ও নিজের লুক শেয়ার করে নিয়েছেন বনি। কিন্তু এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই ছবির ব্যাপারে মুখ খোলেননি কৌশানি।
অন্যদিকে তৈরি হয়ে রয়েছে সপ্তাশ্ব বসু পরিচালিত ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজিত নতুন ছবি 'জতুগৃহ'-ও। এই ছবি নিয়ে পরিচালক বললেন, 'জতুগৃহ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের জন্য পুর্নবিবেচনা করা হচ্ছে মুক্তির দিন। প্রেক্ষাগৃহে নতুন করে বিধি জারি হয়েছে। তবে এই বছরেই মুক্তি পাবে 'জতুগৃহ' আর 'ডাঃ বক্সী'। 'স্পাইডারম্যান' (স্পাইডারম্যান-নো ওয়ে হোম) আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে, ভালো বিষয় হলে কেবল বলিউড নয়, যে কোনও ছবিই ব্যবসা করতে পারে। শুধু স্পাইডারম্যান কেন, আঞ্চলিক ছবি 'পুষ্পা'-ও ভালো ব্যবসা করেছে। বাংলা ছবির বিষয়বস্তুও ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক টানবেই।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)