Filmfare Awards 2023 Nomination List: ফিল্মফেয়ারে মনোনয়ন পেল আলিয়া-সঞ্জয়লীলার ছবি, তালিকায় আরও কারা ?
Filmfare Awards 2023 Nomination List: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরিমনি নিয়ে এবারেও বরাবরের মতোই উৎসাহ তুঙ্গে। কারা কারা পেলেন মনোনয়ন ?
![Filmfare Awards 2023 Nomination List: ফিল্মফেয়ারে মনোনয়ন পেল আলিয়া-সঞ্জয়লীলার ছবি, তালিকায় আরও কারা ? Filmfare Awards 2023 Nomination List: Alia Bhatt s Gangubai Kathiawadi and Vivek Agnihotri s The Kashmir Files are nominated in multiple categories Filmfare Awards 2023 Nomination List: ফিল্মফেয়ারে মনোনয়ন পেল আলিয়া-সঞ্জয়লীলার ছবি, তালিকায় আরও কারা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/3e03c58265253b7d81578ee631526f241682398248943484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরিমনি (Filmfare's award ceremony ) বলিউডের অন্যতম প্রধান অনুষ্ঠান। আর এবারেও বরাবরের মতোই ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড সেরিমনি নিয়ে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যেই অভিনেতাদের একটি তালিকা বানানো হয়েছে। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত আলিয়া অভিনীত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) , ১০ টি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ৬ টি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে।
সেরা সিনেমা
বধাই দো
ভুল ভুলাইয়া ২
ব্রক্ষ্মাস্ত্র পার্ট ১-শিবা
গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি
দ্য কাশ্মীর ফাইলস
উঁচাই
সেরা পরিচালক
আনিস বাজমি (ভুল ভুলাইয়া ২)
অয়ন মুখোপাধ্যায় (ব্রক্ষ্মাস্ত্র পার্ট ১-শিবা)
হর্ষবর্ধন কুলকর্ণী (বধাই দো)
সঞ্জয়লীলা বনশালী (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)
সূরজ বর্জতিয়া (উঁচাই)
বিবেক অগ্নিহোত্রী (দ্য কাশ্মীর ফাইলস)
মুখ্য ভূমিকায় সেরা অভিনেতা
অজয়য় দেবগণ (দৃশ্যম ২)
অমিতাভ বচ্চন (উঁচাই)
অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)
ঋত্বিক রোশন (বিক্রম ভেদা)
কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২)
রাজকুমার রাও (বধাই হো)
মুখ্য ভূমিকায় সেরা অভিনেত্রী
আলিয়া ভট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)
ভূমি পেডনেকর (বধাই দো)
জাহ্নবী কাপুর (মিলি)
করিনা কাপুর খান (লাল সিং চড্ডা)
তাবু (ভুল ভুলাইয়া ২)
সেরা সহ অভিনেতা
অনিল কাপুর (যুগ যুগ জিও)
অনুপম খের (উঁচাই)
দর্শন কুমার (দ্য কাশ্মীর ফাইলস)
গুলশন (বধাই দো)
জয়দীপ (অ্যান অ্যাকশন হিরো)
মনিশ পল (যুগ যুগ জিও)
মিঠুন চক্রবর্তী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা সহ অভিনেত্রী
মৌনি রায় (ব্রক্ষ্মাস্ত্র পার্ট ১-শিবা)
নীতু কাপুর (যুগ যুগ জিও)
শিবা চড্ডা (বধাই দো)
শিবা চড্ডা (ডক্টর জি)
শেফালি শা (ডক্টর জি)
সিমরণ ( দ্য় রকেট্রি নম্বি এফেক্ট)
সেরা মিউজিক অ্যালবাম
অমিত ত্রিবেদি
প্রীতম (ব্রক্ষ্মাস্ত্র পার্ট ১-শিবা)
প্রীতম (লাল সিং চড্ডা)
শচীন (ভেড়িয়া)
সঞ্জয়লীলা বনশালী (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)
আরও পড়ুন, 'প্রিয়ঙ্কাকে প্রথম দেখছেন?' স্ত্রীয়ের দিকে অপলকে তাকাতেই ট্রোলড নিক জোনাস
বেস্ট লিরিকস
এ এম তুরাজ (জব সইয়া- গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)
অমিতাভ ভট্টাচার্য (আপনা বানালে পিয়া-ভেড়িয়া)
অমিতাভ ভট্টাচার্য (তেরে হাওয়ালে-লাল সিং চড্ডা)
শেলি (মাইয়া মেন্যু-জারসি)
সেরা অভিনেতা (ক্রিটিকস)
অমিতাভ বচ্চন (ঝন্ড)
আর মাধবন ( দ্য় রকেট্রি নম্বি এফেক্ট)
রাজকুমার রাও (বধাই দো)
সঞ্জয় মিশ্র (ভাদ)
শাহিদ কাপুর (জার্সি)
বরুন ধওয়ান (ভেড়িয়া)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস)
ভূমি পেডনেকর (বধাই দো)
কাজল (সালাম ভেঙ্কি)
নীনা গুপ্তা (ভাদ)
তাপসী পান্নু (সাবাস মিঠু)
তাবু (ভুল ভুলাইয়া ২)
সেরা সিনেমা (ক্রিটিকস)
বধাই দো (হর্ষবর্ধন কুলকর্ণী)
ভেড়িয়া (অমর কৌশিক)
ঝন্ড (নাগরাজ)
দ্য় রকেট্রি নম্বি এফেক্ট (আর মাধবন )
ভাদ ( যশপাল সিং সাধু এবং রাজীব)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)