এক্সপ্লোর
প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ডাব্বু রতনানির ২০১৮ ক্যালেন্ডারের জন্য সানি লিওনের ফটোশ্যুটের একটি ছবি..
1/10

তিনি পর্ন জগত থেকে মেইনস্ট্রিম সিনেমা-- এক অকল্পনীয় সফর করেছেন।
2/10

এখানে বলে রাখা দরকার, সানির যোগ ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা পর্যন্ত বিস্তৃত।
3/10

শাহরুখ খান অভিনীত ছবি 'রঈস'-এ তিনি 'লায়লা ও লায়লা' গানের মাধ্যমে দর্শকদের এমন মাতিয়ে দেন যে, তা ২০১৭ সালের সবচেয়ে হিট গান হয়ে যায়।
4/10

'জিসম-২' ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। সেই থেকে প্রায় ২ ডজন ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
5/10

৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর কোনও পরিচয়ের প্রয়োজন নেই। সম্প্রতি, তিনি এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন।
6/10

ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার্স সংখ্যার সানি লিওনকে এই ছবিতে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছে।
7/10

আপাতত, এখনও পর্যন্ত একটি মাত্র ছবিই প্রকাশ পেল। বাকি ছবিগুলি তাঁর পুরনো বছরের।
8/10

প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল একটি ছবি..। এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা।
9/10

দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে লক্ষ লক্ষ সানি লিওন-ভক্তদের মধ্যে।
10/10

কবে মুক্তি পাবে ২০১৮ সালের ক্যালেন্ডারের জন্য ডাব্বু রতনানির ক্যামেরাবন্দি হওয়া সানি লিওনের ছবি?
Published at : 24 Jan 2018 10:15 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















