FIR against Leena Manimekalai: পোস্টারে হিন্দু দেবীর 'অসম্মানজনক চিত্রণ', পরিচালকের বিরুদ্ধে এফআইআর
FIR against Director Leena Manimekalai: পরিচালক লীনা মণিমেকলাই একটি তথ্যচিত্র তৈরি করেছেন 'কালী' নামে, যার পোস্টার তৈরি করেছে বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে যে মা কালী ধূমপান করছেন।
নয়াদিল্লি: ছবির পোস্টারের জন্য এফআইআরের (FIR) মুখে পড়তে হল পরিচালককে (Director)। চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাইয়ের (Leena Manimekalai) তথ্যচিত্র 'কালী'-র (documentary 'Kaali') পোস্টার হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এই অভিযোগে বিতর্কের মুখে পড়লেন। কী এমন রয়েছে তাঁর তথ্যচিত্রের পোস্টারে?
বিতর্কে জড়ালেন পরিচালক
পরিচালক লীনা মণিমেকলাই একটি তথ্যচিত্র তৈরি করেছেন 'কালী' নামে, যার পোস্টার তৈরি করেছে বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে যে মা কালী এক হাতে ধূমপান করছেন অন্য হাতে ধরে আছেন সমকামিতার প্রতীক সাতরঙা পতাকা।
সংবাদ সংস্থা এএনআই-র ট্যুইট অনুযায়ী, উত্তরপ্রদেশ পুলিশ অপরাধমূলক ষড়যন্ত্র, উপাসনার জায়গায় অপরাধ, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, হিন্দু দেবতাদের অসম্মানজনক চিত্রণ নিয়ে চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে তাঁর 'কালী' সিনেমার জন্য শান্তি ভঙ্গ করার অভিপ্রায়ের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে।
UP police register FIR on charges of criminal conspiracy, offense in place of worship, deliberately hurting religious sentiments, intention to provoke breach of peace against filmmaker Leena Manimekalai for her movie 'Kaali' about disrespectful depiction of Hindu Gods pic.twitter.com/YV97J23fcG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 5, 2022
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে চলচ্চিত্র নির্মাতা বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন। টরন্টোর আগা খান জাদুঘরে প্রদর্শিত তথ্যচিত্র 'কালী', সমস্ত উস্কানিমূলক উপাদান প্রত্যাহারের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে।
Super thrilled to share the launch of my recent film - today at @AgaKhanMuseum as part of its “Rhythms of Canada”
— Leena Manimekalai (@LeenaManimekali) July 2, 2022
Link: https://t.co/RAQimMt7Ln
I made this performance doc as a cohort of https://t.co/D5ywx1Y7Wu@YorkuAMPD @TorontoMet @YorkUFGS
Feeling pumped with my CREW❤️ pic.twitter.com/L8LDDnctC9
কানাডায় ভারতীয় হাইকমিশন সমস্ত উস্কানিমূলক সামগ্রী প্রত্যাহারের জন্য আয়োজকদের অনুরোধ জানিয়েছে। এদিকে, বিভিন্ন মিডিয়া পোর্টালে তাঁর সাক্ষাৎকারে, 'কালী' পোস্টার বিতর্কের ব্যাপারে, লীনা মণিমেকলাই বলেছিলেন যে তিনি ট্রোলারদের সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানাবেন।