এক্সপ্লোর
ক্যাটরিনাকে ‘আন্টি’ সম্বোধন, ফেসবুকে তোপের মুখে ছোট্ট হর্ষালি

মুম্বই: শনিবার ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল। ক্যাটকে তাঁর ৩৩তম জন্মদিনে বহু লোকেই শুভেচ্ছা জানিয়েছেন। সেই লম্বা তালিকায় নাম যোগ হয়েছে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত ছোট্ট আট বছরের হর্ষালিরও। আট বছরের হর্ষালি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্যাটরিনাকে ‘আন্টি’ সম্বোধন করে শুভেচ্ছাও জানায়। তার উত্তরে ধন্যবাদও জানিয়েছেন ক্যাট। কিন্তু এরপরই তোপের মুখে পড়ে ছোট্ট হর্ষালি। প্রথমত ১৩ বছর বয়সের আগেই তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। দ্বিতীয়ত বহু ফেসবুক ফলোয়ারদের দাবি, ক্যাট তাঁর মতোই মিষ্টি, তাঁকে আন্টি সম্বোধন করা কখনওই উচিত্ নয়। আর এক ফেসবুক ব্যবহারকারীর বক্তব্য, ক্যাটকে দিদি বলে সম্বোধন করা উচিত্ তোমার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















