এক্সপ্লোর
অক্ষয় থেকে সলমন, মূল ছবির অভিনেতারা সিকোয়েলে ক্যামিওর ভূমিকায়

মুম্বই: বলিউডে আসতে চলেছে একের পর এক সিকোয়েল ছবি। ‘জুড়ুয়া’, ‘অতিথি তুম কম যাওগে’, ‘বেবি’- সুপারহিট সব ছবির সিকোয়েল তৈরির পথে হাঁটছেন নির্মাতারা। আর অদ্ভুতভাবে, মূল ছবির প্রধান চরিত্ররা সকলে সিকোয়েলে ক্যামিওর ভূমিকায়। ছবিপ্রেমীদের প্রশ্ন, বলিউডে কি তাহলে নতুন কোনও ট্রেন্ড শুরু হচ্ছে এর মধ্যে দিয়ে?
যেমন ধরুন ‘জুড়ুয়া’। ৯৭-এর এই সুপারহিট ছবির নায়িকা মালার ভূমিকায় ছিলেন করিশমা কপূর। এবার ছবিটির সিকোয়েল আনছেন ডেভিড ধবন। এতে করিশমা করবেন ক্যামিও চরিত্র। তাঁর ভূমিকায়. থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
‘জুড়ুয়া টু’-তে মুখ্য ভূমিকায় থাকবেন বরুণ ধবন। আসল ছবির নায়ক সলমন খানও করবেন ক্যামিও রোল। শোনা গেছে, ছোট্ট রোলে বরুণের গডফাদারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
২০১০-এ মুক্তি পায় অজয় দেবগণের ‘অতিথি তুম কব যাওগে’। সেই ছবিটিরও হচ্ছে সিকোয়েল। তাতে অজয়ের স্পেশাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথাবার্তা চলছে। তবে এখনও সবুজ সিগন্যাল দেননি তিনি।
সুপারহিট ছবি ‘বেবি’-তে নায়ক ছিলেন অক্ষয় কুমার। ছোট চরিত্রে ছিলেন ‘পিঙ্ক’-এর অভিনেত্রী তাপসী পান্নু। ২০১৫-র ওই ছবির সিকোয়েল আসতে চলেছে। তাতে অক্ষয় থাকবেন ক্যামিওয়। তাপসী করবেন প্রধান চরিত্র।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















