NMACC: মুম্বইয়ে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধন, হাজির বিনোদন-ক্রীড়া দুনিয়ার তাবড় তারকারা
Nita Mukesh Ambani Cultural Centre: 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৭০০ পারফর্মার নিয়ে, নাচ গান পাপেট্রির মেলবন্ধনে এক নাটকীয় উপস্থাপনা পেশ করেন ফিরোজ আব্বাস খান।
নয়াদিল্লি: শুক্রবার উদ্বোধন হয়ে গেল 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর (Nita Mukesh Ambani Cultural Centre or NMACC)। উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করলেন ৭০০ শিল্পী। প্রায় গোটা বলিউডই হাজির হয় এদিনের ঝাঁ চকচকে অনুষ্ঠানে। মুম্বই মেতে ওঠে আনন্দে।
'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনে চাঁদের হাট
'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৭০০ পারফর্মার নিয়ে, নাচ গান পাপেট্রির মেলবন্ধনে এক নাটকীয় উপস্থাপনা পেশ করেন ফিরোজ আব্বাস খান (Feroz Abbas Khan)। মুম্বইয়ের প্রাণকেন্দ্রে, এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড ও আন্তর্জাতিক তাবড় তারকারা। প্রিয়ঙ্কা চোপড়া, জেনডায়া থেকে টপ হল্যান্ড, ক্রিশ্চিয়ান লবটিন, রাজকীয় রাতে উপস্থিত ছিলেন সকলেই।
#TheGreatIndianMusical is a theatrical experience that captures the spirit of India through diverse artistic expressions. Mrs Nita Mukesh Ambani extends a warm welcome for the debut of this immersive production.
— Nita Mukesh Ambani Cultural Centre (@nmacc_india) March 30, 2023
Book now on https://t.co/k2phrES7gn
*Entry for ages 7+#NMACC pic.twitter.com/JUwbibQZVh
প্রেস বিবৃতি অনুযায়ী, প্রশংসিত ভারতীয় নাট্যকার এবং পরিচালক ফিরোজ আব্বাস খান ভারতীয় সংস্কৃতির একটি সংবেদনশীল আখ্যানকে একত্রিত করেন যা ধ্রুপদী নাট্যশাস্ত্র, পারফর্মিং আর্ট সম্পর্কিত প্রাচীন সংস্কৃত গ্রন্থের নীতিমালার মাধ্যমে বলা হয়েছে। একসঙ্গে ৭০০ জনেরও বেশি শিল্পী পারফর্ম করেন যার মধ্যে ছিল নাচ, গান ও পাপেট শো। প্রসঙ্গত, ১ ও ২ এপ্রিল, এই দুদিন যথাক্রমে, 'ইন্ডিয়া ইন ফ্যাশন' নামের কস্টিউম প্রদর্শনী ও 'সঙ্গম কনফ্লুয়েন্স' নামে গ্রুপ আর্ট শো অনুষ্ঠিত হবে।
এদিনের অনুষ্ঠানে স্বামী নিক জোনাসের সঙ্গে হাজির হন বলিউডের 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া। ক্যামেরায় সপরিবারে পোজ দিলেন ভট্টরা। শাহিন ভট্ট, আলিয়া ভট্ট, সোনি রাজদান, মহেশ ভট্টকে দেখা গেল এক ফ্রেমে। ছেলে আজাদ ও মেয়ে ইরাকে নিয়ে হাজির হন আমির খান। ছিলেন পরিবারের বাকিরাও। সচিন তেন্ডুলকর, অঞ্জলি তেন্ডুলকর ও সারা তেন্ডুলকরও নজর কাড়লেন। স্ত্রী হ্যাজেল কিচ ও অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে পোজ দিলেন ক্রিকেট তারকা যুবরাজ সিংহ। স্ত্রীয়ের সঙ্গে হাজির হন জসপ্রীত বুমরা। রাজকুমার হিরানি, সোনম কপূর, হংসিকা মোটওয়ানি, নীতু কপূর, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কপূর, দিয়া মির্জা, জিতেন্দ্র, একতা কপূর, তুশার কপূর, করিশ্মা কপূর, করিনা কপূর, সেফ আলি খান, সানিয়া মির্জা, জিজি হাদিদ হাজির হয়েছিলেন। নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী ঝলমল করছিলেন। ঐশ্বর্য ও আরাধ্যাও নজর কাড়লেন। কিং খানের পরিবারের সঙ্গে পোজ দিলেন ভাইজান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অন্যদিকে গৌরী খান, আরিয়ান খান ও সুহানা খানের সঙ্গে ছবির জন্য পোজ দিলেন সলমন খান। কর্ণ জোহর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, বরুণ ধবন সকলেই হাজির হয়েছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক বিনোদন দুনিয়া, ক্রীড়া দুনিয়ার সকলেই যেন এদিন মুম্বইয়ে এক ছাদের তলায় মিলিত হন।