Year Ender 2021: ২০২১-এ সবথেকে বেশি ইনস্টাগ্রাম রিল তৈরি হয়েছে যে গানগুলিতে
ইনস্টাগ্রামে চোখ রাখলেই চোখে পড়ে বিভিন্ন রিলস। বিভিন্ন জনপ্রিয় গানে রিলস তৈরি করেন তারকা থেকে সাধারণ নেট নাগরিকরা। তেমনই ফিরে দেখা যাক, ২০২১-এ কোন কোন গানে সবথেকে বেশি ইনস্টাগ্রাম রিলস তৈরি হল
![Year Ender 2021: ২০২১-এ সবথেকে বেশি ইনস্টাগ্রাম রিল তৈরি হয়েছে যে গানগুলিতে From ‘Bachpan Ka Pyaar’ To ‘Jugnu’, Here’s A Look At Viral Instagram Trends This Year Year Ender 2021: ২০২১-এ সবথেকে বেশি ইনস্টাগ্রাম রিল তৈরি হয়েছে যে গানগুলিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/31/9d8bc649b77eea1548e91ad8e40f7e17_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২০২১ সালের একেবারে শেষ লগ্নে আমরা এসে গিয়েছি (Year Ender 2021)। আর কয়েকঘণ্টা পরই আমরা নতুন বছরে পা দেব। নতুন বছরে বাঁচব নতুন করে। নতুন আশায়। এমনিতেই গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে সারা বিশ্বে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনার তৃতীয় ঢেউও এসে গিয়েছে একেবারে দোরগোড়ায়। তার মধ্যে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। নানা জায়গায় ওমিক্রনের আক্রান্তের সংখ্যা নজর কাড়ছে।
২০২১-এ বিনোদনের জগতেও ঘটল অনেক কিছু। কেউ নতুন সম্পর্কে আবদ্ধ হলেন। কেউ আবার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হলেন। সোশ্যাল মিডিয়াতেও তার ছাপ রেখে গেলেন। বর্তমানে একটা বড় সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। তেমনই ইনস্টাগ্রামে চোখ রাখলেই চোখে পড়ে বিভিন্ন রিলস। বিভিন্ন জনপ্রিয় গানে রিলস তৈরি করেন তারকা থেকে সাধারণ নেট নাগরিকরা। তেমনই ফিরে দেখা যাক, ২০২১-এ কোন কোন গানে সবথেকে বেশি ইনস্টাগ্রাম রিলস তৈরি হল-
আরও পড়ুন - Kangana Ranaut Update: বিশেষ কারণে প্রয়াত পরিচালক বিমল রায়ের পরিবারকে ধন্যবাদ কঙ্গনা রানাউতের
১. বচপন কা পেয়ার (Baspan Ka Pyar)- ছত্তিশগড়ের ছোট্ট এক স্কুল ছাত্র সহদেব দির্দো। রাতারাতি সে ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে সে। নেট দুনিয়ায় ভাইরাল হয় তার গাওয়া 'বচপন কা পেয়ার'। বলিউডের এমন কোনও তারকার বাকি নেই, যিনি এই গানে ইনস্টাগ্রাম রিলস তৈরি করেননি। পরবর্তীকালে বলিউডের গায়ক এবং সুরকার বাদশা তার এই গান রিমিক্স করে এবং কিশোর সহদেবের সঙ্গে ভিডিও তৈরি করে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
২. মানিকে মাগে হিথে (Manike Mage Hithe)- সিংহলী গায়িকা ইয়োহানির সিংহলী গান 'মানিকে মাগে হিথে' নেট দুনিয়ায় কতটা ভাইরাল হয়েছে, তা বলাই বাহুল্য। ভাষা কিংবা দেশের বেড়াজাল টপকে এই গান দুলিয়েছে নেট দুনিয়াকে। 'মানিকে মাগে হিথে' আগেও মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। তবে অন্য গায়কের গলায়। তখন সেভাবে সাফল্য না পেলেও ইওহানির গলায় এই গান বিপুল পরিমাণে ভাইরাল হয়। আর সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা এই গানে রিলস বানিয়েছেন।
৩. জুগনু (Jugnu)- 'গেন্দা ফুল' গায়ক বাদশা এবং নিকিতা গাঁধীর গান 'জুগনু' জনপ্রিয় হয় ব্যাপকভাবে। টলিউড থেকে বলিউড, সমস্ত তারকারা এই গানে ইনস্টাগ্রাম রিলস বানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এই গানের সুর মুহূর্তে দুলিয়ে দেবে আপনাকেও। এতটাই রিলসে ব্যবহার করা হয়েছে এই গান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)