Kangana Ranaut Update: বিশেষ কারণে প্রয়াত পরিচালক বিমল রায়ের পরিবারকে ধন্যবাদ কঙ্গনা রানাউতের
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন কঙ্গনা রানাউত। নিজের ছবির ঘোষণা ছাড়াও বিভিন্ন বিষয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। যেকোনও প্রসঙ্গে মতামত প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করেন অভিনেত্রী।
মুম্বই: বলিউড তারকাদের মধ্যে আলোচনার বেশ শীর্ষেই থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ছবির প্রসঙ্গ ছাড়াও বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকেন তিনি। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে যেভাবে তিনি নিজেকের প্রতিষ্ঠিত করে তুলেছেন, তাতে তাঁর প্রশংসাও করেন বহু মানুষ। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কেরিয়ারের দিকে তাকালে সেখানে বহু সফল ছবি দেখা যাবে। বেশ কিছু ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করে জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও। শুরু করেছেন নিজের প্রোডাকশন হাউজ। যেখান থেকে প্রথম ছবি তৈরি হচ্ছে 'টিকু ওয়েডস শেরু'। কঙ্গনা রানাউতের প্রোডাকশন হাউজের প্রথম ছবিতেই অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে, আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কোনও ছবির জন্য পোস্ট করেননি তিনি। আজ ধন্যবাদ জানালেন প্রয়াত ছবি নির্মাতা বিমল রায়ের পরিবারের প্রতি।
আরও পড়ুন - Top Entertainment News Today: সারাদিনের সেরা বিনোদনের খবরগুলি এক নজরে
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন কঙ্গনা রানাউত। নিজের ছবির ঘোষণা ছাড়াও বিভিন্ন বিষয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। যেকোনও প্রসঙ্গে মতামত প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা রানাউত। একটি ছবিতে দেখা যাচ্ছে শ্যুটিং সেটে ক্রেনের উপর ক্যামেরার পিছনে বসে রয়েছেন অভিনেত্রী। অন্য আর একটি ছবিতেও তাঁকে ক্যামেরার পিছনে দেখা যাচ্ছে। ছবি দুটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'আজ কোনও সাধারণ দিন নয়। আজ 'টিকু ওয়েডস শেরু' ছবিক সেট পেয়েছে দুষ্প্রাপ্য একটি রত্ন। ভারতীয় ছবির অন্যতম সেরা পরিচালক শ্রী বিমল রায়ের পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটা বিশেষ রত্ন আমাদের দেওয়ার জন্য।'
কঙ্গনা রানাউতের সোশ্যাল মিডিয়া পোস্ট সূত্রে জানা গিয়েছে, প্রয়াত কিংবদন্তি পরিচালক বিমল রায়ের পরিবারের পক্ষ থেকে কঙ্গনা রানাউতকে একটি দুষ্প্রাপ্য ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ক্যামেরাটি পেয়ে আপ্লুত 'থালাইভি' অভিনেত্রী।
প্রসঙ্গত, 'ধক্কড়' অভিনেত্রী কঙ্গনা রানাউতের প্রোডাকশন হাউজ মণিকর্নিকা ফিল্মসের প্রথম ছবি 'টিকু ওয়েডস শেরু' ছবিতে অভিনয় করঠেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অভনিত কৌর।