Janhvi Kapoor's South Indian lunch: মেনুতে কী থাকছে? ভক্তদের আবদারে খোঁজ দিলেন জাহ্নবী
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই জাহ্নবী কপূর ফলাও করে ঘোষণা করেন যে, তিনি খেতে খুব পছন্দ করেন। আর দক্ষিণ ভারতের খাবার হলে তো কোনও কথাই নেই।
মুম্বই : পারিবারিক সূত্রে দক্ষিণ ভারতের অনেক কিছুই খুব প্রিয় জাহ্নবী কপূরের। কিন্তু দক্ষিণের কোন জিনিসটা তিনি সব থেকে বেশি পছন্দ করেন, এই প্রশ্ন করলে জাহ্নবী কপূরের কোনও ফ্যান বলতে পারবেন না, মোটেও বিষয়টা তেমন নয়। কারণ, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই জাহ্নবী কপূর ফলাও করে ঘোষণা করেন যে, তিনি খেতে খুব পছন্দ করেন। আর দক্ষিণ ভারতের খাবার হলে তো কোনও কথাই নেই। উইক ডেজ-এর লাঞ্চ কীভাবে তিনি সারছেন, সেটা বোঝাতেই তিনি তাঁর দুপুরের খাবারের দু-দুটো ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে জিভে জল আসবে সকলেরই। পাশাপাশি বুঝতে পারবেন বলিউডের সুন্দরীরাও সাদামাটা, ঐতিহ্যকর এবং স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন।
জাহ্নবী কপূর যে দুটো ছবি পোস্ট করেছেন, তার একটি ছবিতে তাঁর খাবারের সবকটি আইটেমই দেখা যাচ্ছে। সেই ছবি অর্থাৎ, প্রথম ছবিটির কথাই আগে বলা যাক। সেখানে দেখা যাচ্ছে, জাহ্নবী কপূরের দুপুরের খাবার সাজানো রয়েছে কলাপাতায়। যাতে রয়েছে সাদা ভাত, চার রকমের সব্জি, রয়েছে ডিমের তরকারি এবং চাটনি। রয়েছে এক টুকরো মাংস। যেটা কিনা কারি পাতায় সাজানো। এটুকুই নয়। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটা ছোট ছোট পাত্র। যাতে রয়েছে নানারকমের মিষ্টি। আর অবশ্যই একটা পেল্লাই সাইজের পাঁপড়। আর একটি ছবিতে অবশ্য পুরো খাবারের ছবি নেই। সেখানে দেখা যাচ্ছে, একটি আধ খাওয়া ধোসা এবং সঙ্গে নারকেলের চাটনি।
প্রসঙ্গত, জাহ্নবী কপূর শুধু দক্ষিণ ভারতের খাবার পছন্দ করেন বা দক্ষিণ ভারতের যে কোনও জিনিস পছন্দ করেন এমন নয়। সময় পেলেই দক্ষিণ ভারতে ঢুঁ মেরে আসেন জাহ্নবী কপূর। আর তাঁর সবথেকে পছন্দের জায়গা তিরুপতির মন্দির। সেখানে যেতে তিনি এতটাই পছন্দ করেন যে, ২০১৯-এ তাঁর মা মারা যাওয়ার পরও তিরুপতির মন্দিরে যাওয়া বন্ধ করেননি তিনি। বরং, বিভিন্ন সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানিয়েছেন, সেই ছোটবেলা থেকেই যেহেতু তিনি তিরুপতির মন্দিরে যান, তাই তাঁর খুব ইচ্ছে আগামি দিনে তাঁর বিয়েটাও হোক ওই তিরুপতির মন্দিরেই। কথায় বলে জন্ম-মৃত্যু-বিবাহ সব উপর থেকেই ঠিক হয়েই আসে। দেখা যাক, জাহ্নবী কপূরের এই ইচ্ছে পূরণ হয় কি না।