এক্সপ্লোর

December Release: টলিউড থেকে বলিউড, বড়পর্দা থেকে ওটিটি.. ডিসেম্বরের ছুটিতে দেখে নিতে পারেন কী কী সিনেমা, ওয়েব সিরিজ?

December Release in Big Screen and OTT: ডিসেম্বর জুড়ে সিনেমা-সিরিজের লম্বা তালিকা। কিন্তু শুরুতেই প্রচারের আলোর সিংহভাগ দখল করে ফেলেছে অল্লু অর্জুনের পুষ্পা টু - দ্য রুল

কলকাতা: ডিসেম্বরে বিনোদনের ডঙ্কা। বক্স অফিসে এগিয়ে কোন ছবি? কোন ছবির মুক্তি নিয়ে আশঙ্কা? সিনেমা থেকে সিরিজে থাকবে নজর। কোন ছবির জন্য অনুরাগীরা গুনছেন অপেক্ষার প্রহর>। ডিসেম্বর থেকে বক্স-অফিসে কে করবে রাজত্ব? সিনে-সাফল্যের নোটবুক, বদলে হবে রুলবুক? অঙ্কের হিসেবে থাকবে না ভুল... একাই কি একশ হবে পুষ্পা টু - দ্য রুল? 

ডিসেম্বর জুড়ে সিনেমা-সিরিজের লম্বা তালিকা। কিন্তু শুরুতেই প্রচারের আলোর সিংহভাগ দখল করে ফেলেছে অল্লু অর্জুনের পুষ্পা টু - দ্য রুল। ৫ ডিসেম্বর সিনেমা রিলিজের আগে সারা দেশ জুড়ে ৭টি শহরে ঘুরবে পুষ্পা। শুরুটা হয়েছে পাটনা থেকে। আল্লুর পরবর্তী গন্তব্য চেন্নাই। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, পুষ্পা টু-তে প্রায় পাঁচশো কোটি টাকা বিনিয়োগের পর থেকেই সিনেমাটির সাফল্য নিশ্চিত করতে মেপে পা ফেলেছেন নির্মাতারা। সারা দেশ জুড়ে যাতে বক্স অফিসে পুষ্পার দাপট কায়েম থাকে, সেই কারণেই এতগুলি শহরে পুষ্পার সফর। পরিচালক সুকুমার যখন পুষ্পা দ্য রাইজ-এর শ্যুটিং করছিলেন, সেই সময়ই ছবিটির দ্বিতীয় ভাগের প্রায় ১০ শতাংশ শ্যুটিং হয়ে গিয়েছিল। তবে ছবিটির মূল অংশের শ্যুটিং শুরু হয় ২০২২-এর ৩০ অক্টোবর। পুষ্পার জঙ্গলের দৃশ্যগুলির অনেকাংশের শ্যুটিং হয়েছে ওড়িশার মালকানগিরিতে। সূত্রের খবর, দক্ষিণ ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ গঙ্গাম্মা যাত্রার একটি দৃশ্যে অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রায় ৫০ কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। হায়দরাবাদে একটি দুরন্ত আন্ডারওয়াটার সিকোয়েন্সের শ্যুটিং হয়েছে। সময়ের অভাবেই রামোজি ফিল্ম সিটিতে জাপান আর মালয়েশিয়ার সেট বানিয়ে শ্যুটিং করেছেন সুকুমার। 
সূত্রের খবর, মুক্তির আগে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেই প্রায় ৬৪০ কোটি টাকা আয় করেছে পুষ্পা টু দ্য রুল। আর ২৭৫ কোটি টাকায় ছবিটির ওটিটি রাইটস বিক্রি হয়েছে নেটফ্লিক্সে। এখন ৫ ডিসেম্বরের অপেক্ষা। দেখা যাক ওয়াইল্ড ফায়ার পুষ্পার আগুনে বক্স-অফিসে দাবানলের আঁচ কতদূর পৌঁছোয়। 

একদিকে পুষ্পা টু, অন্যদিকে ছাবা। বক্স অফিসে আল্লু অর্জুনের সঙ্গে টক্কর নেওয়ার কথা ভিকি কৌশলের। প্রায় ৩ মাস আগে ঘোষণা হয়েছিল, পুষ্পা টু দ্য রুল-এর পাশাপাশি ৬ ডিসেম্বর বড় পর্দায় রিলিজ করবে ভিকি কৌশল অভিনীত হিস্টোরিক্যাল অ্যাকশন ড্রামা ছাবা। পরিচালক লক্ষণ উতেকরের এই ছবিতে ভিকিকে দেখা যাবে ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি শম্ভাজির ভূমিকায়। শম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। তবে ছবিটি আদৌ ৬ ডিসেম্বর রিলিজ করবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখনও ছাবার ট্রেলার মুক্তি পায়নি। ছবিটি নিয়ে প্রচারের কোন উদ্যোগও চোখে পড়ছে না। গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে, ছাবা-র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন নির্মাতারা। তবে আনুষ্ঠানিক ভাবে তা এখনও ঘোষণা করা হয়নি। ছাবাতে রশ্মিকা মন্দানাও অভিনয় করেছেন ভিকি কৌশলের সঙ্গে। যদি ছাবা ৬ ডিসেম্বর রিলিজ না হয়,  তাহলে পুষ্পা আর ছাবা, দুই ছবি নিয়ে রশ্মিকা মন্দানাকে বক্স অফিসের লড়াইয়ে নামতে হবে না।

অগ্নিযোদ্ধাদের আখ্যান এর আগে কোনও ভারতীয় সিনেমার পটভূমিতে দেখা যায়নি। এবার যাবে। আমাজন প্রাইম ভিডিওয় ৬ ডিসেম্বর মুক্তি পাবে ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত ওটিটি অরিজিনাল ফিল্ম অগ্নি। শহরের বুকে ছড়িয়ে পড়ছে আগুন। দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র? উত্তর খোঁজার আগে জরুরি সময়ের চেয়েও দ্রুত গতিতে ভয়ঙ্কর আগুন নিয়ন্ত্রণে আনা। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা। আর এই কাজেই ঝাঁপিয়ে পড়ে কয়েকজন অকুতোভয় মানুষ। ফায়ার ফাইটার্সদের কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে মূল চরিত্র দুটি। ভিত্থল এবং তাঁর জামাইবাবু সমিত। ভিত্তল দমকলকর্মী, সমিত পুলিশ অফিসার। ব্যক্তিগত জায়গায় তাঁদের অনেক মতপার্থক্য রয়েছে। কিন্তু ব্যক্তিসত্ত্বাকে দূরে সরিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে একসঙ্গে হাত মেলায় দুজনে। রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মা, সায়ামি খের, সাই তমহানকর, জিতেন্দ্র যোশী।

অগ্নির পাশাপাশি একটি বাংলা ওয়েব সিরিজও মুক্তি পাবে ৬ ডিসেম্বর। হইচই-তে স্ট্রিম হবে কালরাত্রি। সৌমিতৃষা কুণ্ডু সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম দেবী। কাহিনিতে দেখা যাবে বিয়ের দিনই এক বান্ধবীর ভবিষ্যদ্বাণীতে দেবী জানতে পারবে, তাঁর হবু স্বামীর রহস্যময় মৃত্যুর সম্ভাবনা আছে। বিয়ে বাড়িরআনন্দের আবহে মিশবে এক অজানা আতঙ্ক।  সৌমিতৃষার সঙ্গে সিরিজটিতে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। 

শূন্য থেকে শুরুর দিনগুলোয় ফিরে যাবেন একবার? বিধুবিনোদ চোপড়া এই প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন দর্শকদের দিকে। যেদিন নিজেকে নিয়ে প্রথম স্বপ্ন দেখেছিলেন, সেদিন কী ভেবেছিলেন? অভিনেতা
-অভিনেত্রী হয়ে নেশার দ্রব্যের বিজ্ঞাপন করবেন? নাকি ইঞ্জিনিয়ার হয়ে নির্মাণের কারচুপি করে প্রচুর কালো টাকা কামাবেন? সরকারি কর্মী হিসেবে সর্বোচ্চ পদে বসে দুর্নীতির মাস্টারমাইন্ড হবেন? নাঃ, আমরা যখন আমাদের ভবিষ্যত নিয়ে প্রথম স্বপ্ন দেখতে শিখি, তখন আমাদের ভাবনায় কোনও কালো ছায়া থাকে না। বিধুবিনোদ চোপড়া তাঁর আগামী ছবি 'জিরো সে রিস্টার্ট'-এর হাত ধরে দর্শকদের সেই শুরুর দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যেতে চান। 'টুয়েলভ ফেল'-এর অভাবনীয় সাফল্যের পর এবার জিরো সে রিস্টার্ট। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা হল নতুন উদ্যমে পথ চলার ইন্ধন। টুয়েলভথ ফেল বানাতে গিয়ে বিধু বিনোদ চোপড়াকেও বহু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। বিধু বিনোদ এবং বিক্রান্ত মেসির সঙ্গে এই ছবিতে টুয়েলভথ ফেল-এর প্রত্যেক কলাকুশলী অভিনয় করেছেন। শান্তনু মৈত্র সুর দিয়েছেন এই ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন জসকুনবর সিং কোহলি। ১৩ ডিসেম্বর মুক্তি পাবে জিরো সে রিস্টার্ট।

সর্দারি খুব সহজ কাজ নয়। যে একা সব সয়, সে-ই সর্দার হয়। দেবের সংলাপেই বোঝা যাচ্ছে, বড় দিনের মরশুমে বড় পর্দায় উত্তেজনা টানটান। ২০ ডিসেম্বর...মুক্তি পাবে খাদান। খাদানের টিজারেই অ্যাকশনের মেজাজে ঝাঁঝটা বুঝিয়ে দিয়েছেন দেব। যিশু সেনগুপ্তও রয়েছেন এই ছবিতে। একবারে ভোল বদলে আদিবাসী নেতা মাণ্ডির ভূমিকায় হাজির হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী। বরখা বিস্ত অভিনয় করেছেন যমুনার চরিত্রে। দেবের সঙ্গে ইধিকা পালকেও দেখা যাবে এই ছবিতে। দেবের নাচের ম্যাজিকে খাদানের প্রথম গান রাজার রাজা ইতিমধ্যেই দশ লক্ষের বেশি দর্শক দেখেছেন। প্রকাশ্যে এসেছে খাদানের দ্বিতীয় গানের টিজারও। নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, জুন বন্দ্যোপাধ্যায় ও সুদীপ নন্দী।

দেবের খাদানের সঙ্গেই ২০ ডিসেম্বর মিঠুন চক্রবর্তী অভিনীত 'সন্তান' ও মুক্তি পাবে বড় পর্দায়।  কোর্টরুম ড্রামায় বাবা আর ছেলের সম্পর্কের টানা পোড়েন। যাঁর আঙুল ধরে বাবা একদিন হাঁটতে শেখায়, কোন পরিস্থিতিতে তারই বিরুদ্ধে বাবা গিয়ে আদালতে দাঁড়ায়? এমনই এক কাহিনির প্রেক্ষাপটে লেখা হয়েছে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি সন্তান-এর চিত্রনাট্য। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে সোহিনী সেনগুপ্ত, অনসুয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, অহনা দত্তও অভিনয় করেছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

অ্যাটলির প্রযোজনায় কালিস পরিচালিত ফিল্ম 'বেবি জন' বলিউডি অ্যাকশন ফিল্মে নতুন পরিচিতি দেবে বরুণ ধবনকে। এমনটাই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।  ২০১৬-য় অ্যাটলি পরিচালিত তামিল ফিল্ম 'থেরি'-র অফিসিয়াল হিন্দি রিমেক বেবি জন। এই ধুন্ধুমার অ্যাকশন ফিল্মটিতে বরুণকে দেখা যাবে ডিসিপি সত্য বর্মার চরিত্রে। সত্যর অন্য নাম, বেবি জন। নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে আত্মগোপন করে নতুন এক পরিচয়ে জীবনযাপন করবে সে। মেয়েকে বড় করে জীবনে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। কিন্তু অতীত পিছু ধাওয়া করে একদিন সত্যর মুখোমুখি এসে দাঁড়ায়। পরিস্থিতির চাপেই আবার অস্ত্র হাতে তুলে নিতে হয় বেবি জনকে, শুধুমাত্র নিজের মেয়েকে রক্ষার জন্য। এরপর অবধারিতভাবে শুরু হবে এক রক্তক্ষয়ী লড়াই। ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে বেবি জন।

আরও পড়ুন: New Serial News: শুরু হল সমরেশ মজুমদারের কাহিনী অবলম্বনে নতুন ধারাবাহিক 'চ্যাটার্জী বাড়ির মেয়েরা'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Weather Today: আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
Weekly Horoscope : এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
Fake Medicine: 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
Mangaladitya Yog 2026 : বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা

ভিডিও

Mustafizur Rahman। KKR থেকে মুস্তাফিজুরকে ছাঁটাইয়ের ‘বদলা’? বাংলাদেশে নিষিদ্ধ IPL, কোন পথে হাঁটবে ভারত?
Sukanta Majumdar | 'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
Sandeshkhali |সন্দেশখালিতে পুলিশের উপর হামলাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১২,এখনও অধরা মূল অভিযুক্ত
Mamata Banerjee| 'SIR হোক ২ বছর সময় নিয়ে, গায়ের জোরে কেন?', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
Jalpaiguri News | টাটা মোটরসের শোরুমের জায়গা দখলের চেষ্টা | বাধা দিলে হামলা, ভাঙচুর !

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
Weekly Horoscope : এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
Fake Medicine: 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
Mangaladitya Yog 2026 : বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
Venezuela Natural Resources: নিজেকে উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছুই, তাও ভেনিজুয়েলার ভাগ্য আরবের মতো হল না কেন?
নিজেকে উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছুই, তাও ভেনিজুয়েলার ভাগ্য আরবের মতো হল না কেন?
Mohammed Shami: SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
Eastern Railway: ২০টি লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা? কী জানাল পূর্ব রেল?
২০টি লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা? কী জানাল পূর্ব রেল?
Weekly Astrology (4-10 Jan, 2026) : নির্ভয়ে থাকুন এই ২ রাশি, সৌভাগ্য ঘিরে রাখবে আপনাদের; অর্থ-কেরিয়ারে একের পর এক সুখবর
নির্ভয়ে থাকুন এই ২ রাশি, সৌভাগ্য ঘিরে রাখবে আপনাদের; অর্থ-কেরিয়ারে একের পর এক সুখবর
Embed widget