Gadar 2: আজ মুক্তি পাচ্ছে 'গদর ২'-র ট্রেলার, অনুষ্ঠানে দেখা মিলবে আমিশা পটেলের?
Gadar 2: ১১ অগাস্ট মুক্তি পাবে অনিল শর্মা পরিচালিত ছবি 'গদর ২'।
কলকাতা: আগামী মাসের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে সানি দেওল ও আমিশা প্য়াটেল অভিনীত ছবি 'গদর ২'। তাই তুঙ্গে ছবির প্রচারকাজ। এবার প্রকাশ্য়ে এল ট্রেলার মুক্তি তারিখ। জানা যাচ্ছে, আজই মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার।
মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্য়েম মুক্তি পাবে ট্রেলার। ছবির অন্য়ান্য় কলাকুশলীদের সঙ্গে উপস্থিত থাকবেন অভিনেতা সানি দেওল, উৎকর্ষ শর্মা এবং পরিচালক অনিল শর্মা। তবে এদিনের অনুষ্ঠানে অভিনেত্রী আমিশা প্যাটেলের দেখা মিলতে না পারে বলে জানা গেছে।
কেন অনুপস্থিত থাকবেন অভিনেত্রী?
এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিমরত কৌর। কিছুদিন আগে তাঁর তেলেগু ছবিতে অভিনয়ের কিছু ঘনিষ্ঠ দৃশ্য়ের ভিডিও ইউটিউবে ফাঁস হয়। তারপরই উঠে সমালোচনার ঝড়। এই বিষয়ে প্রথম থেকেই সিমরতের পাশে ছিলেন আমিশা। আর এই প্রসঙ্গেই মিডিয়ার প্রশ্ন এড়ানোর জন্য় আজকের অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে পারেন অভিনেত্রী।
উল্লেখ্য় 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির।
চুলের জেল্লা বাড়াতে ব্যবহার করতে পারেন 'এগ হেয়ার মাস্ক', বাড়িতে সহজে কীভাবে তৈরি করবেন?
প্রসঙ্গত, কিছুদিন আগেই আমিশা পটেল (Ameesha Patel) অভিযোগ তোলেন ছবির সেটের চরম অব্যবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে (Director Producer Anil Sharma)। সেই প্রসঙ্গে মুখও খোলেন অনিল শর্মা। তাঁর দাবি ছিল এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা।
পরপর একাধিক ট্যুইটে আমিশা পটেল লিখেছিলেন, 'অনুরাগীদের অপর এক চিন্তার বিষয় ছিল অনিল শর্মা প্রোডাকশনসকে ঘিরে যা 'গদর ২'-এর শেষ শিডিউলে ঘটে মে মাসের শেষের দিকে চণ্ডীগড়ে। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার প্রমুখদের অনিল শর্মার প্রোডাকশন হাউজ থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন ছিল।'
আমিশার পোস্টের জবাবে এক জাতীয় সংবাদ সংস্থাকে পরিচালক অনিল শর্মা জানিয়েছিলেন যে, অভিনেত্রী কেন এমন বলছেন তাঁর কোনও ধারণাই নেই। তিনি জানিয়েছিলেন যে এই সমস্ত অভিযোগের কোনওটাই সত্যি নয় এবং একইসঙ্গে পরিচালক অভিনেত্রীকে ধন্যবাদ জানান তাঁর প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য। তিনি বলেন, 'এর থেকে বড় কী হতে পারে? আমাদের নতুন প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন