Gargee Roychowdhury: বাস্তবে কেমন 'হামি ২'-র তিন খুদে? ছবির নেপথ্য গল্পে নায়িকা গার্গী
Gargee Roychowdhury on Haami 2: এই ছবিতে ফের নতুন রূপে ফিরছে লাল্টু মিতালির জুটি। প্রযোজনা সংস্থার তরফ থেকে যে ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, তাতে গার্গীকে শোনা গিয়েছে ছোট ছোট অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে
![Gargee Roychowdhury: বাস্তবে কেমন 'হামি ২'-র তিন খুদে? ছবির নেপথ্য গল্পে নায়িকা গার্গী Gargee Roychowdhury: Actress Gargee Roychowdhury shares some unknown story about Haami 2 Gargee Roychowdhury: বাস্তবে কেমন 'হামি ২'-র তিন খুদে? ছবির নেপথ্য গল্পে নায়িকা গার্গী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/ce08b59fb4ba8943566bf49da9176af3167015952026249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: খুদেদের সঙ্গে কাজ করা কি এতই সোজা? কথায় বলে, মা হওয়া কী মুখের কথা! কিন্তু, কেবল মা হওয়া নয়, মায়ের অভিনয় করাও যে মুখের কথা নয়, তা 'হামি ২' (Haami 2) -তে অভিনয় করতে গিয়ে বেশ টের পেয়েছিলেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)। তবে সে অভিজ্ঞতা কষ্টকর নয় মোটেই। মজার, আদরের, যত্নে তুলে রাখার স্মৃতিতে।
আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'হামি ২' (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও- গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) অভিনীত 'হামি ২' (Haami 2) ছবিতে রয়েছে ৩ খুদে। আর সেই ৩ খুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরলেন ছবির নায়িকা।
এই ছবিতে ফের নতুন রূপে ফিরছে লাল্টু মিতালির জুটি। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে যে ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, তাতে গার্গীকে শোনা গিয়েছে ছোট ছোট অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে। ছবির তিন খুদের নাম, ঋতদীপ সেনগুপ্ত (Ritodeep Sengupta), শ্রেয়ান সাহা (Shreyan Saha) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhuri)।
আরও পড়ুন: Iman Chakraborty: রাতের কলকাতায় 'তুমি যাকে ভালোবাসো'-তে নাচ যুবকের, ভিডিও শেয়ার করলেন খোদ ইমন
দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ঋতদীপ আর শ্রেয়ানকে। ছবিতে তাদের চরিত্র যেমন তুলে ধরা হয়েছে, বাস্তবেও ঠিক তেমনই যেন তারা। একজন পড়াশোনায় ডুবে থাকতে ভালবাসে, আর অন্যজন বেশ দুষ্টু। গোটা ছবির শ্যুটিংয়ে এই দুই খুদেকে সামলাতে হয়েছিল গার্গীকে। অভিনেত্রী আরও জানান, অরিত্রিকাকে রুকসানার চরিত্রের জন্য পছন্দ হয় অনেকটা দেরিতে। অডিশন চলাকালীন যেন কোনও মেয়েকেই পছন্দ হচ্ছিল না পরিচালক নন্দিতার। শেষমেষ খুদে অরিত্রিকাকেই মনে ধরে পরিচালকের। এই তিন খুদের নিষ্পাপ সমীকরণেই জমে উঠবে 'হামি ২' -এর গল্প।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)