Iman Chakraborty: রাতের কলকাতায় 'তুমি যাকে ভালোবাসো'-তে নাচ যুবকের, ভিডিও শেয়ার করলেন খোদ ইমন
Iman Chakraborty shares video: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন ইমন। লিখেছেন, 'আমার গানের সঙ্গে এই ধরনের পারফরমেন্স দেখে ভাষা হারিয়ে ফেলছি।'
কলকাতা: রাতের কলকাতার ফাঁকা রাস্তা। নিয়ন আলোয় মাখামাখি। আর সেই রাস্তাতেই বাংলা গানের তালে নাচের ছন্দে মেতে উঠেছেন এক যুবক। তিলোত্তমার হলুদ আলোর সঙ্গে মিলেমিশে গিয়েছে, 'তুমি যাকে ভালবাসো.. স্নানের ঘরে বাস্পে ভাসো...'। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন খোদ গায়িকা। ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন ইমন। লিখেছেন, 'আমার গানের সঙ্গে এই ধরনের পারফরমেন্স দেখে ভাষা হারিয়ে ফেলছি। তাইজান রোহন.. এই ভিডিওটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যিই তোমার এই প্রয়াসের প্রশংসা করছি।' সোশ্যাল মিডিয়ায় ইমনের শেয়ার করা এই ভিডিওর প্রশংসাও করেছেন অনেকে।
আরও পড়ুন: Aindrila Sharma: 'শেষ হইয়াও হইল না শেষ..', আগামীকাল থেকে ছোটপর্দায় দেখা যাবে ঐন্দ্রিলাকে!
'প্রাক্তন' ছবির 'তুমি যাকে ভালবাসো' এখনও যেন সমানভাবে মন ছুঁয়ে যায় সবার। ২০১৬ সালে 'উইন্ডোজ'-এর তরফ থেকে মুক্তি পাওয়া এই ছবি বক্সঅফিসে সাফল্যও পেয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনীত এই ছবির অন্যতম সেরা গান ছিল 'তুমি যাকে ভালবাসো'। এই গানের জন্য পুরস্কারও পেয়েছিলেন ইমন চক্রবর্তী।
View this post on Instagram